iPhone 17 লঞ্চের আগেই 9000 টাকা দাম কমানো হল iPhone 16 স্মার্টফোনের, জেনে নিন অফার ডিটেইলস 

 

যারা iPhone আপগ্রেড বা প্রথমবার Apple এর স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য একটি দারুণ অফার জারি করা হয়েছে। আমাজন এবং জিও মার্টের মতো শপিং সাইটগুলির মাধ্যমে iPhone 16 স্মার্টফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। দুর্দান্ত অফার এবং ডিল সহ স্মার্টফোনটি 45,000 টাকা কম দামে কেনা যাবে। 

128GB স্টোরেজ অপশন সহ iPhone 16 স্মার্টফোনটি 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে শপিং সাইট আমাজনে 9,401 টাকার ডিসকাউন্ট সহ 70,499 টাকা দামে সেল করা হচ্ছে। এছাড়া Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডের ব্যাবহার করে অতিরিক্ত 2,114 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে, এরপর স্মার্টফোনটির দাম 68,395 টাকা হবে। Amazon এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে পুরনো স্মার্টফোনের কন্ডিশনের উপর নির্ভয়ের করে 36,050 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। জানিয়ে রাখি যদি দুই বছর পুরনো iPhone 14 স্মার্টফোনটি থাকে, তবে 27,100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। এই সমস্ত অফার মিলিয়ে iPhone 16 স্মার্টফোনের দাম 41,295 টাকা পর্যন্ত কমে যেতে পারে, এটি কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া  এখনও পর্যন্ত সবচেয়ে দুর্দান্ত অফার হয়ে উঠেছে।

অন্যদিকে শপিং সাইট JioMart এ iPhone 16 স্মার্টফোনের 128GB স্টোরেজ অপশন সহ iPhone 16 স্মার্টফোনটি 70,990 টাকা দামে সেল করা হচ্ছে, অর্থাৎ স্মার্টফোনটিতে 8,910 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত JioMart এর এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার সম্পর্কে জানা যায়নি। 

iPhone 16 স্মার্টফোনটিতে A18 Bionic প্রসেসর রয়েছে, এই প্রসেসরে  দুর্দান্ত পারফরমেন্স এবং Apple Intelligence ফিচার সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 6.1 ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে রয়েছে, এর ফলে 60Hz রিফ্রেশ রেট সহ দারুণ কালার এবং ক্ল্যারিটি পাওয়া যায়। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল ফিউশন প্রাইমারি লেন্স এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে, এর ফলে শার্প এবং ভাইব্রেন্ড ছবি তোলা যাবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে Camera Control বাটন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের স্ক্রিনে Apple এর Ceramic Shield গ্লাস প্রোটেকশন রয়েছে, এটি স্ক্রিন স্ক্রাচ এবং হাত থেকে পড়ে গেলেও সুরক্ষিত রাখবে।  

2025 সালের 9 সেপ্টেম্বর iPhone 17 সিরিজ লঞ্চ হতে চলেছে।  তাই অনেকে দুবিধায় পোর্টে পারেন এই ভেবে যে iPhone 17 স্মার্টফোনের জন্য অপেক্ষা করা উচিৎ না কি iPhone 16 স্মার্টফোনের বর্তমান অফার উপভোগ করা উচিৎ। যারা কম দামে ফ্ল্যাগশিপ পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iPhone 16 স্মার্টফোনের এই অফার এড়িয়ে যাওয়া বেশ মুশকিল। iPhone 16 স্মার্টফোনটিতে Apple এর নতুন A18 প্রসেসর রয়েছে, এর ফলে দৈনন্দিন ব্যাবহার, হেভি গেমিং মাল্টিটাস্কিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স পাওয়া যায়। যেহেতু Apple তাদের স্মার্টফোন আগামী কয়েক বছরের সফটওয়্যার আপডেট সহ লঞ্চ করে, তাই ভবিষ্যতের জন্য iPhone 16 স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। 

এই স্মার্টফোনটিতে অসাধারণ ক্যামেরা, ProMotion ডিসপ্লে এবং দুর্দান্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়। আপকামিং iPhone 17 স্মার্টফোনটি নতুন হার্ডওয়্যার আপডেট সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে স্টেবল হতে টাইম লাগতে পারে। যেসব গ্রাহকরা নতুন টেকনোলোজির পরিবর্তে অসাধারণ এবং বিশ্বস্ত স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য iPhone 16 স্মার্টফোনটি একটি সেরা অপশন। 

অন্যদিকে বাজারে উপস্থিত Google Pixel 10, Samsung Galaxy S25, OnePlus 13 স্মার্টফোনগুলি iPhone 16 স্মার্টফোনের অন্যান্য অপশন। এই স্মার্টফোনগুলিতে দারুণ পারফরমেন্স এবং ভ্যালু পাওয়া যায়।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here