Samsung Galaxy M13 5G-এর মতোই সস্তা স‍্যামসাঙের এই 5G ফোনগুলি, জেনে নিন বিস্তারিত

Samsung Galaxy M13 5G স্মার্টফোনটিকে ভারতে মাত্র 14,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চের পরে একটি ব্যাপার পরিষ্কার, যে সাউথ কোরিয়ার টেক কোম্পানি Samsung, ভারতীয় মার্কেটে 5G স্মার্টফোন লাইনআপ দ্রুত বিস্তার করার চেষ্টা করছে। এটির বড়ো কারণ ভারতে আসন্ন খুব শীঘ্রই 5G সার্ভিসের (5G In India) রিলিজটিকেও বলা যায়। আপনিও যদি 5G সার্ভিসের লঞ্চের আগে একটি সস্তা 5G (Samsung 5G mobile) ফোন কিনতে চান, তাহলে Samsung-এর কাছে এইরকম একটি দুটি নয় বরং এরকম বহ ফোন আছে। এই আর্টিকেলের মাধ্যমে ডিটেইলসে জেনে নেওয়া যাক Samsung cheapest 5G Phones-এর সমন্ধে বিস্তারিত তথ‍্য।

Samsung 5G Mobile Under Rs 20000

  1. Samsung Galaxy F23 5G
  2. Samsung Galaxy M32 5G
  3. Samsung Galaxy F42 5G
  4. Samsung Galaxy M33 5G
  5. Samsung Galaxy A22 5G

Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23 5G স্মার্টফোনটিকে ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটিকে 4GB RAM সহ 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে ফোনটির 6GB RAM যুক্ত ভেরিয়েন্টেটির দাম 14,999 টাকা। এই দুটি ভেরিয়েন্টের ফোন অনলাইন এবং অফলাইন দুইভাবেই কেনা যাবে।

Samsung Galaxy F23 স্মার্টফোনে 6.6-ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে, Qualcomm-এর Snapdragon 750G প্রসেসর এবং 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 50MP+8MP+2MP-এর ট্রিপল রেয়ার এবং 13MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M32 5G

Samsung-এর এই সস্তা 5জি ফোনটিকে আমাজন থেকে 16,999 টাকা দামে কেনা যাবে। এই ডিভাইসটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM সহ 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা এবং 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা।

Samsung Galaxy M32 5G স্মার্টফোনে 6.5-ইঞ্চির TFT Infinity-V HD+ ডিসপ্লে , MediaTek Dimensity 720 চিপসেট এবং 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া Samsung Galaxy M32 5G স্মার্টফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 48MP, এর সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5MP-এর ডেপ্থ এবং 2MP-এর ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনের ফ্রন্টে 13MP-এর সেন্সর দেওয়া হয়েছে।

Samsung Galaxy F42 5G

Samsung ইন্ডিয়ার কাছে আরও একটি সস্তা 5জি ফোন আছে এবং এই ফোনটি দুটি ভেরিয়েন্টে উপলব্ধ। কোম্পানির সাইটে ফোনটির বেস ভেরিয়েন্ট 6 জিবি RAM মেমোরি সহ 128 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম 17,999 এবং 8 জিবি RAM সহ 128 জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম 19,999 টাকা। যদিও ই-কমার্স সাইটে ফোনটি সস্তায় কেনা যেতে পারে।

Samsung Galaxy F42 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকশনের কথা বলা হলে এই মোবাইল ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে, 2.2 গীগাহার্টজ ক্লক স্পিড যুক্ত অক্টা কোর প্রসসর এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা 64MP + 5MP + 2MP এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy M33 5G

Samsung Galaxy M33 5G স্মার্টফোনের প্রধান ফিচারের কথা বলা হলে এই ফোনে 6,000mAh-এর ব্যাটারি, 50MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, 5nm প্রসেসর এবং 120Hz রিফ্রেশরেট যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung-এর এই ফোনটি ব্লু এবং গ্রিন এই দুইটি কালার অপশনে কেনা যাবে।

দামের কথা বলা হলে Galaxy M33 5G স্মার্টফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 17,999 টাকা এবং 8GB+128GB ভেরিয়েন্টের দাম 19,499 টাকা। কোম্পানির সাইট থেকে এই ফোন গুলি এই দামে কেনা যাবে। এছাড়া ই-কমার্স সাইট এবং অফলাইন মার্কেট থেকে‌ও কেনা যাবে।

Samsung Galaxy A22 5G

এই 5G ফোনটিকে দুটি মেমোরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির সাইটে 6 জিবি মেমোরি যুক্ত ভেরিয়েন্টেটির দাম 18,999 টাকা এবং 8 জিবি মেমোরি যুক্ত ভেরিয়েন্টেটির দাম 20,999 টাকা। Samsung Galaxy A22 5G-এর স্পেসিফিকেশনের কথা বলা হলে এই ফোনে 6.6-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, মিডিয়াটেকের Dimensity 700 প্রসেসর এবং 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে।

ফোনটির মেন ক্যামেরা 48 মেগাপিক্সেলের। এছাড়া 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP-এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্টে 8MP-এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here