স্যামসাঙের বাজিমাত! ইভেন্টে সামনে এল সামনে ও পেছনে দুদিকেই ফোল্ডেবল স্মার্টফোন

আমেরিকার লস ভেগাসে আয়োজিত CES 2024 এর মঞ্চে গোটা বিশ্বের ইলেকট্রনিক কোম্পানি তাদের নতুন এবং অ্যাডভান্স টেকনোলজি সহ ডিভাইস পেশ করছে। এই ইভেন্টে বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক কোম্পানি স্যামসাঙ একটি অসাধারণ ফ্লিপ ফোন সামনে নিয়ে এসেছে। স্যামসাঙ দুই দিকে ফোল্ডেবল স্ক্রিন সহ ফ্লিপ ফোন দেখানো হয়েছে। এই নতুন ফোল্ডেবল ফোনটি clamshell-folding ফোন Galaxy Z Flip 5 এর মতোই, তবে এই ফোনটি সামনে এবং পেছনে দুই দিকেই ভাঁজ করা যায়।

স্যামসাঙ ‘ফ্লেক্স ইন অ্যান্ড আউট’ কনসেপ্ট ডিভাইস

স্যামসাঙের তরফ থেকে CES 2024 এর মঞ্চে ফিউচারিস্টিক ফোল্ডেবল ফোন শো করা হয়েছে। এটিকে ‘ফ্লেক্স ইন অ্যান্ড আউট’ বলা হচ্ছে। এই ফোনটি দেখতে অনেকটা গ্যালাক্সি জেড ফ্লিপ 5 ফোনের মতো। কিন্তু এটি একই সঙ্গে যথেষ্ট আলাদা, কারণ ফোনটি সামনে এবং পেছনে দুদিকেই ভাঁজ করা যায়।

এই ফোনটি ইন অ্যান্ড আউট টেকনোলজি ব্যাবহার করে তৈরি করা হয়েছে, এর ফলে ফোনটিকে 360 ডিগ্রী পর্যন্ত মোড়া যায়। এছাড়া কোম্পানির বক্তব্য অনুযায়ী সিগেল ডিসপ্লের ডিজাইন যথেষ্ট মসৃণ এবং পাতলা। এই ডিসপ্লে বাইরের দিকে ভাঁজ করা যায়, ফলে ফোনটি ভাঁজ করেও ডিসপ্লে ব্যাবহার করা যায়।

দীর্ঘ টেস্টিঙের ফল

স্যামসাঙ জানিয়েছে এই ফোনের প্যানেল 20 ডিগ্রী সেলসিয়াস থেকে 60 ডিগ্রী সেলসিয়াস এর কম বেশি তাপমাত্রায় ফোল্ড করার জন্য দীর্ঘ পরীক্ষানিরীক্ষা চালানো হয়েছে। এই ফোল্ডেবল ফোনটির ওপরে বাস্কেটবল আছাড় মেরে দেখা হয়েছে এবং এটিকে বালিতে ঘষে জলে ডুবিয়েও দেখানো হয়েছে।

CES 2024 এর মঞ্চে স্যামসাঙ ডিসপ্লের অন্যান্য ফিউচার প্রোডাক্টও রয়েছে। কোম্পানি ‘রোলেবল ফ্লেক্স’ দেখিয়েছে, যার স্ক্রিন অনিয়ন্ত্রিত হলে প্রাথমিক আকারের থেকে পাঁচ গুণ পর্যন্ত বাড়তে পারে। এরপর ছিল ‘ফ্লেস হাইব্রিড’, এর স্ক্রিন ফোল্ডেবল এবং স্লাইডেবল উভয় টেকনোলজিতে কাজ করে। কোম্পানি একটি ওয়্যারলেস ইয়ারফোন দেখিয়েছে যার মধ্যে বিল্ট ইন ডিসপ্লে রয়েছে।

জানিয়ে রাখি এই ফোনগুলি আপাতত কনসেপ্ট হিসাবে দেখানো হল যে ফোল্ডেবল ফোনের ভবিশ্য কেমন হবে। বাজারে ধীরে ধীরে ফোল্ডেবল ফোনের সংখ্যা বেড়ে চলেছে। তাই এই ক্ষেত্রে নতুন টেকনোলজি এবং আপগ্রেড দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই।

বর্তমানে স্যামসাঙ ছাড়া ওপ্পো, ভিভো, মোটোর মতো কোম্পানিগুলি ফোল্ডেবল স্মার্টফোন সেল করে। স্যামসাঙের ফ্লিপ ও ফোল্ড ফোনের নতুন নতুন ইনোভেশন দেখে মনে করা হচ্ছে শীঘ্রই অন্যান্য কোম্পানিগুলিও এই ধরনের ফোন পেশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here