Android 14 সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung Galaxy A15 5G এবং 4G ফোন, জেনে নিন বিস্তারিত

স্যামসাঙ গ্লোবাল বাজারে তাদের গ্যালাক্সি এ সিরিজের পরিধি বাড়িয়ে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A15 4G এবং Samsung Galaxy A15 5G লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটি প্রথমে ভিয়েতনামে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোন সম্পর্কে।

Samsung Galaxy A15 এর 5G ও 4G মডেলের পার্থক্য

কোম্পানির এই দুটি ফোনের সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন প্রায় একইরকম, তবে দুটি মডেলের মূল পার্থক্য হল দুটি মডেলে ব্যাবহৃত চিপসেট। Samsung Galaxy A15 4G ফোনে মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর রয়েছে। অন্যদিকে Samsung Galaxy A15 5G ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির 4জি মডেলে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে এবং ফোনের 5জি শুধুমাত্র 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Samsung Galaxy A15 এর স্পেসিফিকেশন

  • 6.5″ S-AMOLED 90Hz display
  • Android 14 + One UI 6.0
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Triple Rear Camera
  • 13MP Selfie Camera
  • 25W 5,000mAh Battery

ডিসপ্লে: Samsung Galaxy A15 এর 5জি এবং 4জি উভয় মডেলে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট এবং 800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনের উভয় মডেলেই মিডিয়াটেক প্রসেসর দেওয়া হয়েছে। Galaxy A15 5G ফোনে ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং Galaxy A15 4G ফোনে হেলিও জি99 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই দুটি মডেলেই 8GB RAM দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy A15 5G এবং 4G উভয় মডেলে এআই ফিচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Samsung Galaxy A15 এর 5G এবং 4G উভয় মডেল লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআই 6.0 এর সঙ্গে পেশ করা হয়েছে।

অন্যান্য: Samsung Galaxy A15 5G এবং 4G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও সিঙ্গেল স্পিকার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here