স্যামসাঙ অফিসিয়ালি তাদের লেটেস্ট বাজেট Samsung Galaxy A16 5G স্মার্টফোন গ্লোবাল বাজারে পেশ করেছে। এই ফোনটি 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ সহ এই সিরিজের প্রথম স্মার্টফোন। অর্থাৎ এই ফোনটিতে আগামী 6 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে এই ফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy A16 5G এর ডিজাইন
কোম্পানির বেশ কয়েকটি ফোনের মতো এই ফোনটির ব্যাক প্যানেলেও ভার্টিক্যাল ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেছে। একইসঙ্গে এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনটি ফ্রন্টে ওয়াটার ড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। এটি ফ্ল্যাট প্যানেলে তৈরি থিকনেস 7.9mm রয়েছে। ফোনটির ডানদিকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন সহ ব্যাক প্যানেলের নিচে ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এছাড়াও Samsung Galaxy A16 5G ফোনটি ব্লু ব্ল্যাক, লাইট গ্রে, গোল্ড এবং লাইট গ্রিন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Samsung Galaxy A16 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung Galaxy A16 5G 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ফোনটি 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: স্যামসাঙ এখনও পর্যন্ত এই ফোনের অক্টাকোর চিপ সেট সম্পর্কে জানায়নি, তবে এটি 2.4GHz পীক স্পীডে কাজ করে। এটি Exynos 1330 চিপসেট হতে পারে।
স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন দেশ অনুযায়ী স্টোরেজ অপশনের পরিবর্তন হতে পারে। এই ফোনটিতে 128GB স্টোরেজ কম মনে হলে, মাইক্রো SD কার্ড স্লটের ব্যাবহার করা যাবে এবং 1.5TB পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। জানিয়ে রাখি যদি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা হয়, তবে দুটি সিম কার্ড যোগ করা যাবে না।
ক্যামেরা: Samsung Galaxy A16 5G ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি, 5MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: এই ফোনটিতে USB টাইপ-C 2.0 পোর্টের মাধ্যমে 25W স্পীড চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 18 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ওয়াইফাই মাধ্যমে 16 ঘন্টা ইন্টারনেট ব্যাবহার করা যাবে।
অন্যান্য: ফোনটি 4G এবং 5G সেলুলার নেটওয়ার্ক সহ লঞ্চ করা হয়েছে। এতে ওয়াইফাই 5, ওয়াইফাই ডায়রেক্ট, ব্লুটুথ v5.3, NFC, GPS এর মতো বিভিন্ন অপশন রয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP54 রেটিং এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Samsung Galaxy A16 5G এর দাম
কোম্পানি অফিসিয়ালি তাদের Samsung Galaxy A16 5G স্মার্টফোনটি ডাচ ওয়েবসাইটে লিস্টেড করেছে। তবে এর দাম সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। এই ফোনটি ভারত সহ অন্যান্য বাজারে শীঘ্রই লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম 15,000 টাকা রাখা হতে পারে।











