Samsung কিছু দিন আগে ইউরোপের মার্কেটে তাদের নতুন 5G স্মার্টফোন হিসাবে Galaxy A16 লঞ্চ করেছিল। তখন থেকেই ভারতের বাজারেও এই ফোনটি লঞ্চের আশা করা হচ্ছিল। এবার কোম্পানি ভারতে অফিসিয়ালি তাদের Galaxy A সিরিজের অধীনে Samsung Galaxy A16 5G ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে 6 বছর OS আপডেট পাওয়া যাবে। 50MP ক্যামেরা সহ এই ফোনটি দুটি স্টোরেজ অপশন এবং চারটি কালার অপশনে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A16 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Samsung Galaxy A16 5G ফোনের ডিজাইন
Samsung Galaxy A16 5G ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল শেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেন্সরগুলির পাশ বরাবর একটি LED ফ্ল্যাশ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে যথেষ্ট উজ্জ্বল ওঁ মিরর লাইক এফেক্টের সঙ্গে প্রিমিয়াম গ্লাস ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা সেন্সর সহ ওয়াটার ড্রপ নচ রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির থিকনেস 7.9mm।
6 বছর পর্যন্ত OS আপডেট
Samsung Galaxy A16 5G ফোনে কোম্পানির পক্ষ থেকে 6 জেনারেশন OS আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এর ফলে এই মিড রেঞ্জ ফোনটি এত বেশি আপডেট সহ ইউনিক স্মার্টফোনের আসন দখল করেছে। একইসঙ্গে এই ফোনটি 6 বছর পর্যন্ত চললেও হ্যাং হবে না বা পারফরমেন্সে কোনো সমস্যা হবে না। যারা এই ফোনটি কিনবেন তাদের 2030 সাল পর্যন্ত অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।
Samsung Galaxy A16 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Galaxy A16 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: Galaxy A16 5G ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি ফোনটি গ্লোবাল মডেলে Exynos 1330 চিপসেট রয়েছে।
স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1.5TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: Samsung Galaxy A16 5G ফোনে ফতগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP প্রাইমারি সেশনর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Samsung Galaxy A16 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ডুয়েল সিম ফোনটি 4G এবং 5G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। এতে ওয়াইফাই 5, ওয়াইফাই ডাইরেক্ট, ব্লুটুথ v5.3, NFC, GPS এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। ফোনটিকে জল ওঁ ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।
Samsung Galaxy A16 5G ফোনের দাম
| ভেরিয়েন্ট | লঞ্চ প্রাইস | অফার | এফেক্টিভ প্রাইস |
|---|---|---|---|
| 8GB + 256GB | ₹21,999 | Axis এবং SBI কার্ডে ₹1,000 পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক | ₹20,999 |
| 8GB + 128GB | ₹18,999 | – | ₹17,999 |
| 6GB + 128GB | ₹17,499 | – | – |
Note: জানিয়ে রাখি কোম্পানি এই ফোনের 6GB + 128GB মডেলও পেশ করেছে, এই মডেলটি অফলাইন এক্সক্লুসিভ সেল করা হবে।
- অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। ফোনটি Blue, Black, Gold এবং Light Green কালার অপশনে পেশ করা হয়েছে।
- ফোনটির লঞ্চ অফার হিসাবে কোম্পানি ট্যাপ অ্যান্ড পে ফিচারের জন্য বিশেষ প্রমোশনাল অফার জারি করেছে। স্যামসাঙ ওয়ালেটের মাধ্যমে পাঞ্চ ট্যাপ অ্যান্ড পে ট্রানজংকশন ইউজারদের ₹500 ভাউচার দেওয়া হবে। এই লিমিটেড টাইম অফার 31 ডিসেম্বর, 2024 পর্যন্ত বৈধ।









