গীকবেঞ্চে দেখা গেল Samsung Galaxy A25 5G স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

Highlights

  • এক্সিনস 1280 চিপসেট সহ লঞ্চ হতে পারে Galaxy A25 5G।
  • এই ফোনে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
  • এতে 5000mAh ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

আজকের দিনে দাঁড়িয়ে বাজারে স্মার্টফোন লঞ্চ মানেই সেটি 5G ফোন এটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। টেক ব্র্যান্ড স্যামসাং তাদের ‘এ’ সিরিজে নতুন Samsung Galaxy A25 5G স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে জানা গেছে। গীকবেঞ্চ ওয়েবসাইটে এই ফোনটি দেখা গেছে। এখানে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনও শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Samsung Galaxy A25 5G এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ ওয়েবসাইটে এই আপকামিং স্যামসাং ফোনটি SM-A256B মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 973 এবং মাল্টি কোর টেস্টে 2106 স্কোর পেয়েছে।
  • লিস্টিঙে বলা হয়েছে এই ফোনটি অক্টাকোর এক্সিনস 1280 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীডে কাজ করে।
  • এই ফোনে 8GB RAM থাকবে বলে জানা গেছে।
  • এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআইতে কাজ করবে।

Samsung Galaxy A25 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.44″ AMOLED Screen
  • Octacore processor
  • 25W 5,000mAh Battery
  • 50MP Rear + 13MP Front Camera

ডিসপ্লে: Samsung Galaxy A25 ফোনটিতে 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হতে পারে। তবে আশা করা হচ্ছে বাজারে ফোনটি একাধিক মডেলে সেল করা হবে।
ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। আপাতত ফোনটির অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A25 ফোনে 5000mAh ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
অন্যান্য: এতে ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here