জেনে নিন Samsung Galaxy A25 5G এর লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন, লিক হল ডিটেইলস

Highlights

  • সমালোচনার শীর্ষে উঠে রয়েছে Samsung Galaxy A25 5G।
  • 7 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বরের মধ্যে সেল শুরু হতে পারে এই ফোনের।
  • এতে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

স্যামসাঙের গ্যালাক্সি এ সিরিজের আপকামিং Samsung Galaxy A25 5G ফোনটি দীর্ঘদিন ধরেই সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। কোম্পানি এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। এবার একটি নতুন লিকের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। লিকে এই ফোনের অন্যনায় মার্কেটের দাম জানানো হয়েছে, তবে ভারতে এই ফোনটি বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে। এই নতুন লিক সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: IND vs AUS T20 Series 2023 Live Streaming: কবে, কোথায় এবং কিভাবে ফ্রিতে দেখবেন খেলা? জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy A25 5G এর লঞ্চ ডেট, দাম এবং সেল ডেট (লিক)

  • উইন ফিউচারের রিপোর্ট অনুযায়ী আগামী 7 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বরের মধ্যে সুইজারল্যান্ডে এই ফোনের সেল শুরু হবে।
  • Samsung Galaxy A25 5G ফোনের দাম 279 সুইস ফ্র্যাংক অর্থাৎ প্রায় 26,315 টাকা রাখা হতে পারে।
  • জার্মানিতে এই ফোনটি 269 থেকে 289 ইউরোর মধ্যে অর্থাৎ প্রায় 24,563 টাকা থেকে 26,390 টাকার মধ্যে সেল করা হতে পারে।
  • এখনও পর্যন্ত এই ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন এবং দাম সম্পর্কে জানা যায়নি। তবে কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই ফোনের গ্লোবাল এবং ভারতীয় লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A25 5G এর ডিজাইন (লিক)

  • ছবিতে দেখা যাচ্ছে Samsung Galaxy A25 5G ফোনের ব্যাক প্যানেলে গ্রিডের মতো প্যাটার্ন থাকবে।
  • ফোনটির ফ্রন্ট প্যানেলে বেজল সহ ফ্ল্যাট স্ক্রিন দেখা গেছে এবং এতে ইনফিনিটি ইউ নচ রয়েছে।
  • ব্যাক প্যানেলে আগের মতো ডিজাইনে একই লাইনে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
  • ফোনটি লাইট ব্লু, গ্রীন এবং ব্ল্যাক কালারে দেখা গেছে।

Samsung Galaxy A25 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A25 5G ফোনে 6.5-ইঞ্চির FHD+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনে Exynos 1280 চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনটি 6GB ও 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে। মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যেতে পারে।
  • ক্যামেরা: Galaxy A25 5G ফোনে OIS সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স থাকবে বলে জানা গেছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
  • অন্যান্য: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে চার বছরের ওএস এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হতে পারে। এই ফোনে স্যামসাঙ নক্স সিকিউরিটি এবং স্যামসাঙ পের সুবিধা যোগ করা হতে পারে।
  • ওজন এবং ডায়মেনশন: Samsung Galaxy A25 5G ফোনের ওজন 197 গ্রাম এবং ডায়মেনশন 161.0 x 76.5 x 8.3 এমএম হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here