ওয়েবসাইটে লিস্টেড Samsung Galaxy A25, লঞ্চের আগেই সামনে এল দাম

দীর্ঘদিন ধরেই Samsung Galaxy A25 ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক ও রিপোর্ট পাওয়া যাচ্ছে। সম্প্রতি এই ফোনটি সাপোর্ট পেজ, সার্টিফিকেশন ও বেঞ্চমার্কিং সাইট লিস্টিঙের পাশাপাশি রেন্ডার ও মার্কেটিং ম্যাটেরিয়াল লিক হয়েছে। এবার সুইস রিটেইলার ওয়েবসাইটে এই ফোনটি লিস্টেড হয়েছে। এতদিন পর্যন্ত সামনে আসা তথ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আরও জোরালো হয়ে উঠেছে। এখানে ফোনটির দাম, স্পেসিফিকেশন ও সেল সম্পর্কে জানানো হয়েছে।

Samsung Galaxy A25 এর লিস্টিং: দাম এবং সেল

  • GSMArena প্রথম Digitec সাইটে Galaxy A25 ফোনটি দেখেছে এবং এখানে ফোনটি ব্ল্যাক, ব্লু এবং ইয়েলো কালারে লিস্টেড করা হয়েছে।
  • এখানে ফোনের আলাদা আলাদা অ্যাঙ্গেলে ছবি রয়েছে।
  • লিস্টিং অনুযায়ী ফোনটির দাম 279 সুইস ফ্রাংক অর্থাৎ প্রায় 26,315 টাকা।
  • এই লিস্টিং থেকে জানা গেছে আগামী 19 ডিসেম্বর থেকে এই ফোনের শিপিং শুরু হবে।

Samsung Galaxy A25 এর লিস্টিং: স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A25 ফোনে FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির সুপার AMOLED স্ক্রিন থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে 50MP+8MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 13MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে।
  • প্রসেসর: এই ফোনে Exynos 1280 5G SoC যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: মার্কেটে এই ফোনটির 6GB RAM+128GB এবং 8GB RAM+256GB মডেল সেল করা হতে পারে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং স্যামসাঙ ওয়ান ইউআই 6 আউট অফ দা বক্স পাওয়া যেতে পারে।
  • ব্যাটারি: ফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
  • অন্যান্য: লিস্টিং অনুযায়ী এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, ইউএসবি টাইপ সি, স্যামসাঙ পে, 3.5 এমএম অডিও জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here