দুবাই শেখ এর নতুন কান্ড, লঞ্চের আগেই শুরু করে দিলেন Samsung Galaxy A52 5G ফোনের সেল

Samsung এর সম্পর্কে অনেক দিন ধরেই খবর আসছিল যে এই কোরিয়ান কোম্পানি নিজের গ‍্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন এ কাজ করছে যা Samsung Galaxy A52 নামের সাথে লঞ্চ হবে। গ‍্যালাক্সি এ 52 একটি 5জি ফোন যেটি সম্পর্কে জানা যাচ্ছে কোম্পানি এটি মার্চ বা এপ্রিল মাসে অফিসিয়ালি লঞ্চ করে দেবে। কিন্তু আজকে একটি নতুন খবর সামনে এসেছে যার মাধ্যমে জানা যাচ্ছে কোম্পানি পক্ষ থেকে লঞ্চ করার আগেই দুবাই এর একটি রিটেল ওয়েবসাইট এ Samsung Galaxy A52 5G এর সেলের জন্য লিস্ট করে দেওয়া হয়েছে।

Samsung Galaxy A52 কে লঞ্চের আগেই দুবাই এ একটি রিটেল ওয়েবসাইটে বিক্রি করা হচ্ছে। jarir.com এই নামের ওয়েবসাইট স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 5 জি এর প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে সেখানে শুধুই ফোনের ফুল ফিচার্স ও স্পেসিফিকেশন্সের সম্পর্কে জানানো হয়নি তার সাথে এর দামের সম্পর্কে‌ও জানানো হয়েছে। এই ওয়েবসাইটে Samsung Galaxy A52 5G ফোন 1649 সৌদি রিয়াল দামে সেলের জন্য উপলব্ধ যা ভারতীয় কারেন্সি অনুযায়ী 32,000 টাকা প্রায়।

Samsung Galaxy A52 5G

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের এর কথা বললে ওয়েবসাইট এর লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনে 1080 × 2400 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির এফ‌এচডী + সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। লিস্টিঙে তো পরিস্কার করে বলা হয়নি কিন্তু ফোটো দেখে অনুমান করা যায় এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করবে এবং ফোনের স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট এ চলবে।

Samsung Galaxy A52 5G সম্পর্কে ওয়েবসাইট এ বলা হয়েছে এটি লেটেস্ট এন্ড্রয়েড 11 ওএস এর সাথে প্রসেসিং এর জন্য 2.3+1.8 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর এবং কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 750 জি চিপসেটে কাজ করবে। গ‍্যালাক্সি এ52 স্মার্টফোন রিটেল সাইটে একটি ভেরিয়েন্টের সাথে লিস্ট হয়েছে যা 8 জিবি র‍্যাম মেমরি এর সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকবে। ফোন মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 12 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফি সেন্সরের কথা বললে ওয়েবসাইট অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 5জি তে কোয়াড রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই সেটাপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে যার সাথে 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আর দুটি অন্য 5মেগাপিক্সেলের সেন্সর থাকবে। অথচ এখনো লেন্স কোনটা হবে তা এখনো পরিস্কার না। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকছে।

Samsung Galaxy A52 5G এটিকে ডুয়াল সিম ফোন বলা হয়েছে যা বেসিক কানেক্টিভিটি ফিচার্স এর সাথে 4,500 এম‍‌এএইচ এর ব‍্যাটারি দেওয়ার কথা বলা হয়েছে। এই ফোনে 25 ওয়াটের ফাস্ট চার্জিং দেখা যেতে পারে। ওয়েবসাইটে ফোনের ব্ল‍্যাক কালার ভেরিয়েন্ট সামনে এসেছে। ফোনের স্পেসিফিকেশন্স কতটা সঠিক তা জানার জন্য স‍্যামসাং এর আধিকারিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

দুটি মডেল হবে লঞ্চ

Samsung Galaxy A52 সম্পর্কিত নতুন লিকে বলা হয়েছে স‍্যামসাং এর এই স্মার্টফোন টিকে দুটি মডেলে বাজারে আনা হবে যার মধ্যে একটি 4G সাপোর্ট করবে এবং অন‍্যটিতে 5G তে কাছ করবে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 এর 4জি মডেলের দাম এই লিকে বলা হয়েছে ভারতীয় কারেন্সি অনুযায়ী 29,000 টাকা প্রায়। এই ভাবেই লিক অনুযায়ী ফোনের 5জি মডেল টিকে মে মাসে লঞ্চ করা হবে যা ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 34,900 টাকা প্রায়। লিকের কথা বিশ্বাস করলে সর্বপ্রথম ভিয়েতনাম এ মার্চ মাসে লঞ্চ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here