Samsung Galaxy A52 5G খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে, বিশেষ তথ্য সামনে এসেছে

Samsung Galaxy A52 5G এর ভারতে লঞ্চ সম্পর্কে অনেক কানাঘুষো শোনা যাচ্ছে। আবার এই চর্চার মধ্যেই স‍্যামসাং এর সস্তা 5G ফোন BIS অর্থাৎ বিউরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড এ লিস্ট হয়েছে। এরকম অবস্থায় আমরা আশা করতে পারি যে ভারতে জলদিই লঞ্চ করা হতে পারে। BIS ভারতের মান ওয়েবসাইট যা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলা সব ফোনের জন্য মান তৈরি করে। ভারতে লঞ্চ হ‌ওয়ার আগে এই ফোনটি এই সাইটে লিস্ট হয়েছিল। এখন স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 5জি মডেল এর লিস্ট করে দেওয়া এমত অবস্থায় আশা করা যেতে পারে যে খুব শীঘ্রই ফোনটি পদক্ষেপ করবে ইন্ডিয়ান মার্কেটে।

Samsung Galaxy A52 5G এর স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52 5জি কে কোম্পানি গ্লোবালি লঞ্চ করে দিয়েছে। এরকম অবস্থায় আশা করা যাচ্ছে যে ওই স্পেসিফিকেশন্সের সাথেই ফোনটিকে লঞ্চ করা হবে। এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে যা ফুল এইচডি প্লাস (1080×2400) রেজিউলেশনের সাথে আসে। আবার ফোনের স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 কোটেড আর কোম্পানি এতে পাঞ্চ হোল ডিসপ্লের ব‍্যবহার করেছে। সবচেয়ে বিশেষ কথা বলা যেতে পারে যে এই ফোনটি‌ও আইপি67 রেটিং এর সাথে আসে। আবার এটি ধুলোর সাথে জল নিরোধক‌ও। এটি 1মিটার জলে 30মিনিট পর্যন্ত থাকতে পারবে।

Samsung Galaxy A52 5G কোয়ালকোম স্ন‍্যাপড্রাগন 750জি চিপসেটে কাজ করে আর এতে 8জিবি র‍্যাম মেমরি আপনি দেখতে পাবেন। এর সাথে 128জিবির ইন্টারনাল স্টোরেজ আছে। ফোনে মেমরি কার্ডের সাপোর্ট আছে আর আপনি 1টিবি পর্যন্ত কার্ড ব‍্যবহার করতে পারবেন।

ক‍্যামেরা এর কথা বললে এই ফোনে কোয়াড রিয়ার ক‍্যামেরা দেওয়া আছে F1.8 এর সাথে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা, অ্যাপার্চার F2.2 এর সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক‍্যামেরা, অ্যাপার্চার F2.4 এর সাথে 5মেগাপিক্সেলের ডেপ্থ আর অ্যাপার্চার F2.4 এর সাথে 5মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনের ফ্রন্টে অ্যাপার্চার F2.2 এর সাথে 32 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া আছে।

5,000 mAh এর ব‍্যাটারী দেওয়া আছে। এই ফোনে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দামের কথা বললে আশা করা যায় যে এই ফোনটি 30 হাজার টাকা বাজেটে উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here