আবার সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Samsung Galaxy A55 5G, জানা গেল ফাস্ট চার্জিং ডিটেইলস সম্পর্কে

স্যামসাঙ সম্পর্কে দীর্ঘ দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি Samsung Galaxy A55 5G নামে লঞ্চ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন লিকের মাধ্যমে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এবার এই ফোনটি FCC database এ দেখা গেছে যার ফলে ধারণা করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।

Samsung Galaxy A55 5G FCC ডিটেইলস

FCC database এ Samsung Galaxy A55 5G ফোনটি SM-A556E/DS মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এখানে DS এর মানে হল Dual Sim সাপোর্টেড। এই ফোনটি A3LSMA556E FCC ID পেয়েছে। চার্জিঙের জন্য এই ফোনে EP-TA800 অ্যাডাপ্টর দেওয়া হবে বলে জানা গেছে, ফলে বোঝাই যাচ্ছে এতে 25W Fast Charging থাকবে।

Samsung Galaxy A55 5G ভারতে লঞ্চ প্রাইস

স্যামসাঙ এখনও পর্যন্ত তাদের এই আপকামিং ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। এই ফোনটি ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে লঞ্চ করা হবে বলে আমরা মনে করছি। Samsung Galaxy A55 5G ফোনটির দাম 40 হাজার টাকার রেঞ্জে রাখা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনের নির্দিষ্ট লঞ্চ ডেট এবং দাম জানার জন্য আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Samsung Galaxy A55 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এছাড়া প্রসেসিঙের জন্য এই ফোনে স্যামসাঙের নিজস্ব এক্সিনস 1480 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ক্যামেরা এআই ফিচারের সঙ্গে কাজ করবে।
  • রেয়ার ক্যামেরা: ফতগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার বাআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here