ভারতে লঞ্চ হল Samsung Galaxy Book 4 সিরিজ, জেনে নিন প্রিবুকিং অফার, দাম এবং স্পেসিফিকেশন

স্যামসাঙ তাদের Galaxy Book 4 সিরিজের প্রিবুক শুরু করে দিয়েছে। এই সিরিজে গ্যালাক্সি বুক 4 প্রো 360, গ্যালাক্সি বুক 4 প্রো এবং গ্যালাক্সি বুক 4 360 নামের তিনটি মডেল সেল করা হবে। এটি ব্র্যান্ডের সবচেয়ে ইনটেলিজেন্ট লাইনআপ। সবকটি ডিভাইসেই নতুন প্রসেসর, ইন্টার-অ্যাক্টিভ ডিসপ্লে এবং অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়াও এতে এআই ফিচার রয়েছে।

Samsung Galaxy Book4 সিরিজের দাদ্ম, সেল এবং অফার

গতকাল অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2024 থেকে Samsung.com এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই ল্যাপটপের প্রিবুক শুরু হয়ে গেছে।

এই ডিভাইসের দাম হল-

  • গ্যালাক্সি বুক 4 প্রো 360: 1,63,990 টাকা
  • গ্যালাক্সি বুক 4 প্রো: 1,31,990 টাকা
  • গ্যালাক্সি বুক 4 360: 1,14,990 টাকা

যেসব ইউজাররা এই ডিভাইস প্রিবুক করবেন তাদের স্পেশাল অফার দেওয়া হবে। এই অফারের আওতায় 5000 টাকার স্পেশাল বেনিফিট এবং গ্যালাক্সি বুক 4 প্রো 360, গ্যালাক্সি বুক 4 প্রো এবং গ্যালাক্সি বুক 4 360 কিনলে 10,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক এবং 8000 টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস দেওয়া হবে। এর সঙ্গে 24 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এর সুবিধাও পাওয়া যাবে।

গ্যালাক্সি বুক 4 প্রো 360 এর স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপে সুন্দর 16-ইঞ্চির AMOLED টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। এতে দারুণ ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যায়।
  • প্রসেসিঙের জন্য এতে ইনটেল োর আলট্রা 7 চিপসেট যোগ করা হয়েছে।
  • এই ল্যাপটপে 76Wh ব্যাটারি এবং 65W চার্জিং ফিচার রয়েছে।
  • এতে 16GB বা 32GB RAM এবং 512GB বা 1TB স্টোরেজ দেওয়া হয়েছে।

গ্যালাক্সি বুক 4 প্রো এর স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপে 14-ইঞ্চির এবং 16-ইঞ্চির AMOLED টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে।
  • এতে ইনটেল কোর আলট্রা 5 এবং আলট্রা 7 সিপিইউ সহ ইনটেল আর্ক গ্রাফিক্স যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ডিভাইসে ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3 এবং 65W USB-C চার্জিং সহ 63Wh/76Wh ব্যাটারি রয়েছে।
  • এই ল্যাপটপ উইন্ডোজ 11 হোম এডিশনে কাজ করে।

গ্যালাক্সি বুক 4 360 এর স্পেসিফিকেশন

  • এই ল্যাপটপে 15.6 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • প্রসেসিঙের জন্য এতে ইনটেল কোর আলট্রা 7 এবং কোর 5 যোগ করা হয়েছে।
  • এতে 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • এই ল্যাপটপে 68Wh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এর সঙ্গেই এতে 65 ওয়াট চার্জিং ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here