8GB RAM সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy F15 5G, দাম 15 হাজার টাকার চেয়েও কম

গত মাসে স্যামসাঙ ভারতের বাজারে তাদের Samsung Galaxy F15 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। তখন এই ফোনের 4GB এবং 6GB RAM মডেল পেশ করা হয়। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের নতুন শক্তিশালী 8GB RAM ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে। এই ফোনে 6000mAh ব্যাটারি ও মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। নিচে এই ফোনের নতুন মডেল সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy F15 5G 8GB মডেলের কোম্পানির পক্ষ থেকে দাম ও অফার

  • Samsung Galaxy F15 5G ফোনের 8GB RAM + 128GB মডেলের দাম রাখা হয়েছে 15,999 টাকা।
  • এই ফোনটি কিনলে HDFC কার্ড ইউজারদের 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনটি কিনতে খরচ হবে মাত্র 14,999 টাকা।
  • Samsung Galaxy F15 5G ফোনটি কিনলে 1,299 টাকা দামের 25 ওয়াট চার্জার পাওয়া যাবে মাত্র 299 টাকার বিনিময়ে।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Samsung Galaxy F15 5G ফোনটি সেল করা হবে।
  • এছাড়া এই ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেল 12,999 টাকা এবং 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা দামে সেল করা হয়।

Samsung Galaxy F15 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy F15 5G ফোনে 6.5 ইঞ্চির Full HD+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 2340 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Samsung Galaxy F15 5G ফোনে MediaTek Dimensity 6100+ অক্টাকোর প্রসেসর ব্যবহার করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী-G57 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা: Samsung Galaxy F15 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy F15 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার ও 3.5 মিমি অডিও জ্যাকের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Samsung Galaxy F15 5G কোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ওয়ানইউআই 6.1 তে কাজ করে। এতে 4টি ওএস আপগ্রেড দেওয়া হবে। এছাড়াও কোম্পানি এই ফোনে 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here