নতুনরূপে বাজারে এল Samsung এর 6,000mAh Battery সহ স্মার্টফোন, জেনে নিন দাম

Highlights

  • লঞ্চ হল F34 5G এর Orchid Violet কালার ভেরিয়েন্ট।
  • এই ফোনে 8GB পর্যন্ত RAM + 128GB স্টোরেজ রয়েছে।
  • Flipkart এর মাধ্যমে এই ফোনের সেল হবে।

Samsung গত মাসে ভারতে 6,000mAh Battery যুক্ত স্মার্টফোন Galaxy F34 5G লঞ্চ করেছিল। এই ফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা হয়েছিল। তখন ফোনটি Electric Black এবং Mystic Green কালারে পেশ করা হয়েছিল। তবে আজ কোম্পানি এই ফোনের নতুন Orchid Violet কালার অপশন লঞ্চ করেছে।

Galaxy F34 5G Orchid Violet এর দাম এবং সেল

  • Samsung Galaxy F34 5G ফোনটি এবার থেকে নতুন অর্কিড ভায়োলেট কালারেও সেল করা হবে।
  • শপিং সাইট Flipkart এবং Samsung.com এর পাশাপাশি বাছাই করা রিটেইল স্টোরের মাধ্যমে বেচা হবে।
  • Samsung Galaxy F34 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।
  • আগামী Flipkart Big Billion Days থেকে ফোনটির সেল শুরু হবে।
  • ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 19,999 টাকা এবং 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্ট 21,999 টাকার বিনিময়ে ইউজাররা কিনতে পারবেন।

Samsung Galaxy F34 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy F34 5G ফোনে 6.5 ইঞ্চির এফএইচডি+ এস এমোলেড ডিসপ্লে রয়েছে। এতে নিটস পীক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট এবং সিকিউরিটির জন্য গোরিলা গ্লাস 5 এর কোটিং রয়েছে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Exynos 1280 প্রসেসর যোগ করেছে।
  • স্টোরেজ: এই ফোনটি 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ অপশনে সেল করা হয়। এছাড়া ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: Samsung Galaxy F34 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল তৃতীয় সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব।
  • অন্যান্য: 5G কানেক্টিভিটির জন্য এতে 11 5G ব্যান্ড, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • OS: Samsung Galaxy F34 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং OneUI 5.1 ইউআইতে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here