এই উইকেন্ডে স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চলেছে। কোম্পানি ভারতের বাজারে তাদের ‘এফ’ সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চ করবে। 19 জুলাই স্যামসাঙ ভারতে তাদের Samsung Galaxy F36 5G ফোনটি পেশ করতে চলেছে। এই ফোনটি মিড বাজেট রেঞ্জে স্টাইলিশ লুক ও অসাধারণ স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F36 5G ফোনের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy F36 5G এর লঞ্চ ডিটেইলস
19 জুলাই ভারতের বাজারে Samsung Galaxy F36 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দিন ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে নতুন ফোনটি ভারতে পেশ করা হবে। 19 জুলাই দুপুর 12 টা সময়ে Galaxy F36 5G ফোনের দাম, সেল ডিটেইলস এবং অফার সম্পর্কে জানানো হবে। কোম্পানির ইন্ডিয়া ওয়েবসাইট এবং ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে।
Samsung Galaxy F36 5G এর দাম (লিক)
Samsung Galaxy M36 5G ফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে। 19 জুলাই ফোনটির দাম জানানো হবে, কিন্তু কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটির দাম 20,000 টাকার চেয়ে কম রাখা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতের বাজারে ফোনটি তিনটি কালার অপশনে সেল করা হবে।
Samsung Galaxy F36 5G এর স্পেসিফিকেশন (লিক)
- 6.7″ 120Hz sAMOLED Display
- Samsung Exynos 1380
- 8GB RAM + 256GB Storage
- 50MP Dual Back Camera
- 13MP Front Camera
- 25W 5,500mAh Battery
ডিসপ্লে
স্যামসাঙের পক্ষ থেকে জারি হওয়ার টিজারের মাধ্যমে ফোনটি ফ্ল্যাট স্ক্রিন সহ দেখা গেছে। Samsung Galaxy M36 5G ফোনে 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে ওয়াটারড্রপ নচ ফিচার থাকবে, যা আজকের দিনে দাঁড়িয়ে বেশ পুরনো ফিচার। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও 1000nits পীক ব্রাইটনেস সহ এই স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস Victus+ প্রোটেকশন থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
পারফরমেন্স
স্যামসাঙের নিজেস্ব চিপসেট সহ Samsung Galaxy M36 5G ফোনটি লঞ্চ করা হবে। লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য এতে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 8 কোর সিপিইউ 2.4GHz ক্লক স্পীডযুক্ত স্যামসাঙ এক্সিনস 1380 প্রসেসর যোগ করা হবে। Galaxy F36 5G ফোনটি Android 15 বেসড One UI 6.1 অপারেটিং সিস্টেমে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
স্টোরেজ
ভারতে Samsung Galaxy M36 5G ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে। অন্যদিকে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটিতে কমপক্ষে 8GB RAM দেওয়া হবে। এর সঙ্গে মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP OIS প্রাইমারি সেন্সর থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অন্যান্য সেন্সর ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ব্যাক ক্যামেরা মডিউলে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। স্যামসাঙের বক্তব্য অনুযায়ী ফোনটিতে অ্যাডভান্স AI মোড এবং Nightography ব্যাবহার করা যাবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি
বর্তমানে অধিকাংশ ফোনেই বড় ব্যাটারি ব্যাবহার করা হচ্ছে। তাই Samsung Galaxy M36 5G ফোনটিও একই ধারা বজায় রেখে লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে Samsung Galaxy M36 5G ফোনটি 5,000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।












