শুরু হল সস্তা Samsung Galaxy F36 5G ফোনের সেল, জেনে নিন দাম, অফার এবং স্পেসিফিকেশন ডিটেইলস

এই মাসে স্যামসাঙ তাদের নতুন Galaxy F36 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার এই শক্তিশালী 5G ফোনের সেল শুরু হল। এই ফোনে Exynos 1380 প্রসেসর, 120Hz sAMOLED ডিসপ্লে এবং 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনটি বেশ কম দামে পেশ করা হয়েছে। আজ থেকে এই ফোনের সেল শুরু হল এবং ফোনটির দামে 1,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy F36 5G ফোনের দাম, সেল এবং অফার

Samsung Galaxy F36 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 17,499 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেল 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে এই ফোনের দামে কোম্পানির পক্ষ থেকে 500 টাকা কুপন ডিসকাউন্ট এবং 1,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার সহ Samsung Galaxy F36 ফোনটি মাত্র 15,999 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি Coral Red, Luxe Violet এবং Onyx Black কালার অপশনে সেল করা হবে।

কোথা থেকে কিনবেন Samsung Galaxy F36 5G?

উপরোক্ত অফার সহ Samsung Galaxy F36 5G ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন

Samsung Galaxy F36 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 120Hz sAMOLED Display
  • Samsung Exynos 1380
  • 8GB RAM + 128GB Storage
  • 50MP Triple Back Camera
  • 13MP Front Camera
  • 25W 5,500mAh Battery

ডিসপ্লে

Samsung Galaxy F36 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ইনফিনিটি ইউ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এর সঙ্গে সিকিউরিটির জন্য এই ডিসপ্লেতে Gorilla Glass Victus+ লেয়ার রয়েছে।

পারফরমেন্স

Samsung Galaxy F36 5G ফোনটি Android 15 বেসড One UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করে, প্রসেসিঙের জন্য এই ফোনে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1380 অক্টাকর প্রসেসর যোগ করা হয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G68 MP5 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Samsung Galaxy F36 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। আজকের দিনের বড় ব্যাটারির ট্রেন্ডের তুলনয় এটি অনেকটি কম। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং টেকনোলোজি যোগ করা হয়েছে।

Samsung Galaxy F36 5G ফোনের বিকল্প

Galaxy F36 5G ফোনটি ছাড়া এই একই রেঞ্জে অন্য নতুন স্মার্টফোন কিনতে চাইলে নিচে দেওয়া তিনটি অপশন বেশ উল্লেখযোগ্য।

Moto G96 5G: 20 হাজার টাকার চেয়ে কম দামের এই ফোনটি কিছু দিন আগেই লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6.67 ইঞ্চির P-OLED Curved ডিসপ্লে, Snapdragon 7s Gen 2 চিপসেট, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, 32MP সেলফি ক্যামেরা, 5500mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

OPPO K13: Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর, 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং ফিচার সহ এই ফোনটি 18 হাজার টাকার রেঞ্জে সেল করা হয়।

vivo T4X: 15 হাজার টাকার চেয়ে কম রেঞ্জের এই ফোনটি Galaxy F36 5G ফোনের একটি দারুণ অপশন। এই ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট, 6.72 ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে, 50MP রেয়ার ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here