Samsung এর ওয়েবসাইটে এসে গেল Galaxy F62, F12, A72 আর A52 5G, জানুন এই অত‍্যাধুণিক ফোন গুলির সম্বন্ধে

Samsung আগামীকাল মানে 2 ফেব্রুয়ারিতে ভারতের নিজের এই বছরের সবচেয়ে অর্থনৈতিক স্মার্টফোন Galaxy M02 কে চালু করবে। এই ফোন চালু হ‌ওয়ার পরেও আর‌ও কিছু ফোনকে টৈক মঞ্চে উপস্থিত করার প্রয়াস করছে। অনুমান করা যাচ্ছে ফ্ল্যাগশীপ সিরিজ এস21 আর বাজেট ফোনগুলি পেশ করার পরেই কোম্পানি ফেব্রুয়ারিতে আলাদা আলাদা মার্কেটে চারটি নতুন ফোন‌ও পেশ করতে পারে। ল‌ঞ্চ হতে পারা এই ফোন গুলি Galaxy F62, Galaxy F12, Galaxy A72 আর Galaxy A52 5G হতে পারে। এই।দাবি এই জন্যই সত্যি মানা হচ্ছে কারন এখন এই ফোনের সাপোর্ট করা অফিসিয়াল পেজ লাইভ হয়ে গেছে।

সাপোর্ট পেজ লাইভ

স্যামসাং গ্যালাক্সি এফ62, গ‍্যালাক্সি এফ12, গ্যালাক্সি এ72 আর গ্যালাক্সি এ52 5G এর কিছু দিন আগেই স্যামসাং এর এফ সিরিজ এর ভেতর গ্যালাক্সি এফ 12 এর সাপোর্ট পেজ ডিসেম্বর 2020 তে স্যামসাং ইন্ডিয়া এর ওয়েবসাইটৈ লাইভ হয়েছিল । ওইদিকে কোম্পানি এই এফ সিরিজ এর লঞ্চ গত বছর করেছিল। এই সিরিজের সর্বপ্রথম ফোন ইন্ডিয়াতে গ্যালাক্সি এফ 41 এই নামে এসেছিল।

ওইদিকে গ্যালাক্সি F62 এর সাপোর্ট পেজ‌ও লাইভ হয়ে গেছে আর ওয়েবসাইটে ফোনের মডেল নাম্বার (SM-E625F/DS) দেখানো হয়ে গেছে। এছাড়াও Galaxy A-সিরিজের ডিভাইস Galaxy A72 এর সাপোর্ট পেজ Samsung Carribbean আর Latin America ওয়েবসাইটে লাইভ হয়ে গেছে।গত সপ্তাহে একটি অন্য রির্পোটৈ পাওয়া গিয়েছিল স্যামসাং এর রুসি ওয়েবসাইটৈ গ্যালাক্সি A72 4G কে দেখা গিয়েছিল। এছাড়া স্যামসাং গ্যালাক্সি A52 4G এর সাপোর্ট পেজ অস্ট্রিয়া এর স্যামসাং ওয়েবসাইটে দেখা গেছে।

এছাড়া এখনো সামনে আসা তথ্য অনুযায়ী Galaxy A52 আর Galaxy A72 কে 4G আর 5G ভেরিয়েন্টে পেশ করা হবে । Galaxy A52 ফোনকে 3C, FCC, Wi-Fi, Bluetooth আর BIS এইরকম সার্টিফিকেশন পেয়ে গেছে।

গ্যালাক্সি F12 আর গ্যালাক্সি F62 এর সেল

গ্যালাক্সি F41 এর মতোই গ্যালাক্সি F12 আর গ্যালাক্সি F62 ও ফ্লিপকার্ট এক্সক্লুসিভ ফোন হবে। এইরকম আশা করা যাচ্ছে গ্যালাক্সি F12 এর অনুরূপ ভেরিয়েন্ট মানে গ্যালাক্সি M12 আমাজন ইন্ডিয়া এর ওয়েবসাইটে সেল করা হবে।

Samsung Galaxy F62 আর F12 এর ডিজাইন

91মোবাইলস এই দুইটি ফোনের রেয়ার প্যানেলের লাইভ ইমেজ এক্সক্লুসিভ শেয়ার করেছিল। সর্বপ্রথম কথা বলি গ্যালাক্সি 62 এর লুক এর, এই ফোনটি কড রেয়ার ক্যামেরা এর সাথে আসবে । এই ফোনের রেয়ার ক্যামেরা সেট আপ উপরের দিকে আর স্কয়ার শেপে থাকবে । ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাইনি , যার থেকে অনুমান করা যাচ্ছে পাওয়ার বাটনে এম্বডেড করা হবে বা ইন-ডিসপ্লে সেন্সরে দেওয়া যেতে পারে । আবার গ্যালাক্সি এফ 12 এ ব্যাক প্যানেলে সার্কুলার কাট‌আউট এর সাথে একটি আয়তাকার ক্যামেরা মডুউল হবে। আবার বটমে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পীকার গ্রিল আর 3.5 এম‌এম হেডফোন জ্যাক ও দেখা যেতে পারে।

Galaxy F62 আর Galaxy F12 এর স্পেশিফিকেশান্স

Samsung Galaxy F62 কে কিছু হময় আগে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এও দেখা গেছে । এই লিস্টিং এর অনুযায়ী গ্যালাক্সি এফ62 তে Samsung নিজের Exynos 9825 চিপসেট দেবে। ওইদিকে ডিভাইসে 6GB এর র‍্যাম আর এন্ড্রয়েড অপারেটিং দেওয়া হবে। অন্য‌এ গ্যালাক্সি এফ12 এ 6.5 ইঞ্চি এইচডি + টীএফডী এলসিডি প্যানেল, 6GB পর্যন্ত LPDDR4 র‍্যাম আর 128GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া যেতে পারে।এই নতুন ডিভাইসে কোম্পানি এর Exynos 850 SoC দেওয়া যেতে পারে।

Samsung Galaxy A52 আর Galaxy A72 এর ডিজাইন

কয়েক দিন আগে সামনে আসা তথ্য অনুযায়ী গ্যালাক্সি এ52 আর গ্যালাক্সি এ72 এর ডিজাইন এক‌ইরকম হবে। দুটোটেই ফ্রন্টে ইনফিনিটি-ও ডিসপ্লে দেওয়া হবে। ফোনের ডানদিকে পাওয়ার আর ভলিউম বাটন দেওয়া হবে। এছাড়াও হ্যান্ডসেটে বটমে টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। ফোনের রেয়ারে রেক্টাঙ্গুলার কড ক্যামেরা সেট আপ থাকবে। সিকিউরিটি এর জন্য হেডসেটে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে।

স্যামসাং গ্যালাক্সি A52 আর গ্যালাক্সি A72 এর স্পেশিফিকেশান

সমস্ত লিক্স অনুযায়ী Samsung Galaxy A52 তে 6.5- ইঞ্চি এফ‌এচডী + এএম‌ওএলডী ডিসপ্লে এ72 তে 6.7- ইঞ্চি এর FHD + AMOLED ডিসপ্লে হতে পারে। দুটো ফোনের 5G ভার্সনে স্ন‍্যাপড্রাগন 750G SoC আর 4G ভেরিয়েন্টে স্ন্যাপড্রাগন 720G হতে পারে। অন্য‌এ হ্যান্ডসেট Android 11 OS কে OneUI 3.0 কাস্টম স্কিনের সাথে পেশ করা যেতে পারে।ফটোগ্রাফি এর জন্য গ্যালাক্সি A52 তে 64MP প্রাইমারি সেন্সর এর সাথে রেয়ারে কড-ক্যামেরা থাকবে যা কিনা আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স,ডেপ্থ সেন্সর আর মেক্রো ইউনিটের সাথে যুক্ত থাকবে। অন্য‌এ গ্যালাক্সি A72 তে 64 মেগাপিক্সেল এর মুখ্য ক্যামেরা, 12-মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড লেন্স,5-মেগাপিক্সেল এর মেক্রো লেন্স আর 5-মেগাপিক্সেল এর ডেপ্থ সেন্সর থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here