স্যামসাঙ ভারতীয় বাজারে তাদের এম-সিরিজের পরিধি বাড়াতে পারে। সম্প্রতি এই সিরিজের অধীনে Samsung Galaxy M05 ফোনটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার ইন্ডিয়া সাইটের সাপোর্ট পেজে দেখা গেছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।
Samsung Galaxy M05 এর ইন্ডিয়া সাপোর্ট পেজ
- মাই স্মার্ট প্রাইস ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেজে Samsung Galaxy M05 ফোনটি স্পট করেছে।
- নীচে দেওয়া ইমেজের মাধ্যমে পেজে SM-M055F/DS মডেল নাম্বার দেখানো হয়েছে।
- এই একই মডেল নাম্বার সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
- ইন্ডিয়া সাপোর্ট পেজের মাধ্যমে ফোনটির সার্টিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
- জানিয়ে রাখি Samsung Galaxy M05 ফোনটি M04 ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। আগের মডেলটি 2022 সালে লঞ্চ করা হয়েছিল।
Samsung Galaxy M05 এর সম্ভাব্য প্রাইস রেঞ্জ
আপকামিং Samsung Galaxy M05 ফোনটির আগের M04 মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে বাজারে লঞ্চ করা হতে পারে। গত বছর M04 ফোনটি 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই কয়েক সপ্তাহের আপকামিং M05 ফোনটি প্রায় 10,000 টাকা দামে ভারতীয় বাজারে পেশ করা হতে পারে।
Samsung Galaxy M04 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: আগের Samsung Galaxy M04 ফোনটিতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল। এতে ওয়াটারড্রপ নচ এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity P35 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে IMG PowerVR GE8320 GPU রয়েছে।
- স্টোরেজ: এই ফোনটিতে 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।
- ব্যাটারি: Samsung Galaxy M04 ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ক্যামেরা: Samsung Galaxy M04 ফোনটিতে ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP লেন্স যোগ করা হয়েছিল।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটি জন্য ফোনটিতে 4G, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS এবং চার্জিঙের জন্য USB টাইপ-C পোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।