মাত্র 6999 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 6 বছরের OS আপডেট

যারা এই উৎসবের মরশুমে তাদের মা, বাবা বা কোনো প্রিয়জনকে নতুন স্মার্টফোন উপহার দেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য স্যামসাঙ 10 হাজার টাকা বাজেট রেঞ্জে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ভারতে লো বাজেট রেঞ্জে নতুন Samsung Galaxy M07 স্মার্টফোন পেশ করেছে। মাত্র 6,999 টাকা রেঞ্জে স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির বড় স্ক্রিন, শক্তিশালী 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M07 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

শপিং সাইট আমাজনের মাধ্যমে Samsung Galaxy M07 স্মার্টফোনটি 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম। ইউজাররা কোনো ধরনের ক্রেডিট বা ব্যাঙ্ক অফার ছাড়াই 7 হাজার টাকার কম দামের স্মার্টফোন কিনতে পারবেন। যারা গেমিং বা হেভি প্রসেসিঙের জন্য স্মার্টফোন চান না, তাদের জন্য Samsung Galaxy M07 স্মার্টফোনটি একটি দারুণ অপশন।

যারা কল, হোয়াটসঅ্যাপ বা ইন্সটাগ্রাম রিল বা ইউটিউব ব্যাবহার করার জন্য একটি কম দামে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য নতুন স্মার্টফোনটি একটি ভালো অপশন। Samsung Galaxy M07 স্মার্টফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

সাধারণত এই প্রাইস রেঞ্জে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেখা যায় না। বাজারে 7 হাজার টাকা রেঞ্জে স্মার্টফোনে সম্ভবত 10W, 15W বা 18W চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy M07 স্মার্টফোনটির 25W ফাস্ট চার্জিং ফিচার এটিকে সেগমেন্টের শীর্ষে স্থান করে দিয়েছে। এই স্মার্টফোনটি যেকোনো ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।

Samsung Galaxy M07 4G স্মার্টফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G99 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্যামসাঙের বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 422k+ AnTuTu স্কোর পেয়েছে। এই স্যামসাঙ স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7.0 সহ লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy M07 4G স্মার্টফোনটিতে 6 জেনারেশন ওএস আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ এটি এখন থেকেই Android 21 এর প্রস্তুত। অর্থাৎ স্মার্ট ফোনটিতে বাগ এলে বা ল্যাগ করলে, আবার নতুন আপডেটের সঙ্গে ফাস্ট এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M07 4G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল Depth সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে IP54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, Smart Switch এবং Quick Share সহ সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।

এই প্রাইস রেঞ্জে Samsung Galaxy M07 4G স্মার্টফোনটি বাজারে উপস্থিত Infinix Smart 10, Lava Bold N1 Pro, itel A90 এবং POCO C71 7 স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে ইউজাররা অতিরিক্ত 500 টাকা খরচ করে 7499 টাকার Lava Bold N1 5G স্মার্টফোন কিনতে পারবেন। একইসঙ্গে স্মার্টফোনটিতে 5G কানেক্টিভিটি পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here