Exclusive: তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M13 5G স্মার্টফোন, ভারতে শুরু হলো মাস প্রোডাকশন

আগের মাসের শেষে স্যামসাং নিজের Samsung Galaxy M13 ফোনের গ্লোবাল লঞ্চ করে ছিল। খুব শীঘ্রই কোম্পানি এই ফোনের 5G ভার্সন লঞ্চ করতে চলেছে এবং এটির শুরু ভারত থেকে হতে চলেছে। কারন, ভারতে Samsung Galaxy M13 5G স্মার্টফোনের মাস প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং এটির এক্সক্লুসিভ খবর 91মোবাইলসের কাছে আছে। আমাদের কাছে যা তথ্য আছে, তার অনুযায়ী অনেকদিন ধরে কোম্পানি ভারতে স্থাপিত নয়ডা ফ্যাক্টরিতে টেস্ট করছিল, কিন্তু সেখানে কোয়ালিটি নিয়ে কিছু সমস্যা দেখা যাচ্ছি‌লো। এই জন্যেই এই ফোনটিকে এখনও অব্দি প্রোডাকশনে নিয়ে যাওয়া হয়নি। আগের সপ্তাহে এই ফোনের কোয়ালিটি সংক্রান্ত দোষ মিটে যাওয়ার পরে ফোনটি মাস প্রোডাকশনে যাওয়ার জন্য প্রস্তুত। ভারতে এই ফোনটি তিনটে কালারে উপলদ্ধ হতে চলেছে। ব্ল্যাক, হোয়াইট এবং পিচ কালার। নিচে দেওয়া ফোটো গুলিতে আপনি কালার গুলি দেখতে পাবেন।

Samsung Galaxy M13 5G-এর ডিজাইন

ফোনের লুকের কথা বলা হলে, Samsung Galaxy M13 5G ফোনটি 4G ভেরিয়েন্টের তুলনায় অনেক গুণ বেশি উন্নত। আপনি দেখতে পারবেন যে এই ফোনের বডি পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা খুবই গ্লসি। ক্যামেরা সেগ্মেন্টের ওপর নজর দিলে দেখা যাবে,যে Galaxy M13 4G মডেলটিকে ট্রিপল রেয়ার ক্যামেরার সাথে পেশ করা হয়েছিল। আবার এই 5G মডেলটিকে ডুয়াল ক্যামেরার সাথে পেশ করা যেতে পারে। এখানেই এই ফোনের ক্যামেরা সেগ্মেন্টে একটা বদল দেখা যাচ্ছে। Galaxy S22 সিরিজের মতোই এই ফোনে ক্যামেরা ব্র্যাকেট সরিয়ে দেওয়া হয়েছে এবং দুটো রিং দেওয়া হয়েছে, এখানে‌ই রেয়ার ক্যামরা গুলি থাকবে। এই ক্যামেরার সাথে LED ফ্ল্যাশ থাকবে।

ব‍্যাক প্যানেলে ক্যামেরা ছাড়া আর কিছু থাকবে না। ফোনের সাইড প্যানেলে ফিঙ্গার প্রিন্ট স্ক‍্যানার দেওয়া যেতে পারে, এই স্ক‍্যানার‌টি পাওয়ার বাটনে এম্বেডেড করা থাকতে পারে। Samsung Galaxy M সিরিজের ফোনে এর আগেই আমরা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেখতে পেয়েছি। হোয়াইট আর পিচ কালার মডেলে 3.5mm অডিও জ্যাক আর ইউএসবি টাইপ সি-পোর্ট নিচে দেওয়া যেতে পারে।

Samsung Galaxy M13 5G-এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M13 5G এর স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, এই বিষয় তেমন কোনো তথ্য উপলব্ধ নেই। কিন্তু আমাদের সোর্স অনুযায়ী, কোম্পানি এই ফোনটিকে ইনফিনিটি ওয়াটার নচ সহ 6.5 ইঞ্চের স্ক্রিনের সাথে পেশ করতে পারে। যদিও এই স্ক্রিন সাইজ সম্পর্কে এখনো নিশ্চিত হ‌ওয়া যায়নি। আশা করা যেতে পারে, যে কোম্পানি Galaxy M13 4G এর অনুযায়ী পেশ করতে পারে এবং ক্যামেরা ও প্রসেসর ছাড়া বাকি সব ফিচারস এক‌ই থাকতে পারে।

Samsung Galaxy M13 4G-এর স্পেসিফিকেশন

আগের মাসে কোম্পানি Galaxy M13 4G মডেলটিকে গ্লোবালি লঞ্চ করেছিল। এই ফোনটিকে কোম্পানি Samsung এর Exynos 850 প্রসেসরের সাথে পেশ করেছিল। 8 নেনোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসরে 2 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথেই 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

কোম্পানি এই ফোনটিকে 1080 x 2408 পিক্সেল রেজ্যুলেশন, 6.6 ইঞ্চির IPS LCD Infinity-V ডিসপ্লের সাথে পেশ করেছে। এই ফোনটি 400 ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে কোম্পানি এই ফোনটিকে পেশ করেছে, ফোনটির প্রধান ক্যামেরা 50MP সহ f/1.8 অ্যাপার্চার সাপোর্ট করে। অন্যান্য ক্যামেরা গুলি 5MP সহ f/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে, এই ক‍্যামেরা‌টি Ultra-Wide Angle লেন্স। এর সাথে 2MP এর একটি Depth Camera দেওয়া হয়েছে, এই ক‍্যামেরা‌টি f/2.4 অ্যাপার্চারের। সেলফির জন্য এই ফোনটি 8MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে, এই ক‍্যামেরা‌টি f/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে।

Samsung Galaxy M13 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি সহ 15W চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে কানেক্টিভিটির জন্য USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here