6,000mAh Battery সহ অ্যানাউন্স হল Samsung Galaxy M15 5G ফোন, গ্লোবাল মার্কেটে হল লঞ্চ

Samsung Galaxy M15 5G ফোনটি স্প্রকে বিগত কয়েক দিন ধরে বিভিন্ন লিক সামনে আসার পর এবার এই ফোনটি মার্কেটে এসে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই মোবাইলটি গ্লোবাল মার্কেটে অফিসিয়ালি পেশ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই ডিভাইসের দাম ঘোষণা করা হয়নি, তবে গ্যালাক্সি M15 5G ফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং ইমেজ পেশ করা হয়েছে। এই নতুন স্যামসাং ফোনের সমস্ত ডিটেইলস নিচে জানানো হল।

Samsung Galaxy M15 5G এর ইমেজ

Samsung Galaxy M15 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি M15 5G ফোনটি 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই স্ক্রিনটি সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।

পারফরমেন্স: Samsung Galaxy M15 5G ফোনে 2.2 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত অক্টা-কোর প্রসেসর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত চিপসেটের নাম উল্লেখ করা হয়নি, তবে আশা করা হচ্ছে এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ চিপসেট হতে পারে।

মেমরি: কোম্পানির ওয়েবসাইটে এই স্যামসাং স্মার্টফোনটি 4জিবি র‍্যাম সহ দেখানো হয়েছে। এছাড়া এই মোবাইলটিতে 128জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ভারতের মার্কেটে Galaxy M15 5G ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি M15 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল থার্ড লেন্স রয়েছে। একইভাবে সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য এই স্যামসাং ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Samsung Galaxy M15 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAH ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জে এই মোবাইলে 25 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে।

অন্যান্য: Samsung Galaxy M15 5G ফোনে NFC, Bluetooth v5.3, 5GHz Wi-Fi, USB Type-C 2.0 এবং 3.5mm জ্যাকের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here