Exclusive: Samsung Galaxy M21 এ থাকবে Galaxy M30s এর মতো স্পেসিফিকেশন

দীর্ঘদিন ধরে সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাঙের আপকামিং স্মার্টফোন Samsung Galaxy M21 সম্পর্কে বিভিন্ন তথ্য শোনা যাচ্ছে। কয়েক দিন আগে এই ফোনটিকে ব্লুটুথ সার্টিফিকেশন সাইট ও গীকবেঞ্চে দেখা গেছে। এবার আমরা ঈশান অগ্ৰ‌ওয়ালের থেকে Samsung Galaxy M21 সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। 

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Huawei Enjoy 10e, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

আমরা জানতে পেরেছি কোম্পানি তাদের Samsung Galaxy M21 ফোনটিতে তারা গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা Galaxy M30s এর মতোই স্পেসিফিকেশন যোগ করতে পারে। অর্থাৎ এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত Samsung Galaxy M21 এর লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। 

এছাড়া এই টিপস্টার আরও জানিয়েছেন আগামী 2 বা তিন মাসের মধ্যে Samsung Galaxy M01 ও Galaxy M01s ফোনদুটিও লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে এই এম সিরিজের কোম্পানির ফোনদুটি লো এন্ড স্পেসিফিকেশনের সঙ্গে লো বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে। এই ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি।

Samsung Galaxy M30s স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Samsung Galaxy M30s ফোনটিতে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুন্দর এমোলেড ডিসপ্লে দিয়েছে। এই ফোনটি স‍্যামসাঙের এক্সিনস 9611 চিপসেটে রান করে। এই ফোনে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Samsung Galaxy M30s এর মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ওয়ান ইউআই 2.0 তে কাজ করে।

আরও পড়ুন: দাম কমল 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত OPPO A9 2020 এর, জেনে নিন নতুন দাম

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M30s এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য ডুয়েল 4জি ভোএলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS + GLONASS এবং ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M30s এ 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here