Amazon India তে লিস্ট হলো Samsung Galaxy M52 5G স্মার্টফোন , জানুন এর বৈশিষ্ট্য

Samsung ভারতে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি খুব শীঘ্রই ভারতে Galaxy M52 5G স্মার্টফোন লঞ্চ করবে। এটি স‍্যামসাং এর M-series এর দ্বিতীয় স্মার্টফোন হবে যা 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। স‍্যামসাং Galaxy M52 5G স্মার্টফোনের আগে Galaxy M32 5G লঞ্চ করেছিল। Samsung আপাতত এই স্মার্টফোনে‌র লঞ্চ ডেটের ঘোষণা করেনি। লঞ্চের আগে Galaxy M52 5G স্মার্টফোনকে কোম্পানি Amazon India তে লিস্ট করেছে। অর্থাৎ স‍্যামসাং এর M-series এর অন্য ফোনটির মতোই এই স্মার্টফোনটি‌ও Amazon এ বিক্রি করা হবে। এখানে আমরা আপনাকে Samsung Galaxy M52 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স, ফিচার আর অন‍্যান‍্য ডিটেইলস সম্পর্কে বলবো।

খুব শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগে এই ফোনটি স‍্যামসাং এর এই ফোনটিকে Amazon India তে লিস্ট করা হয়েছে। এই লিস্টিং থেকে আপাতত লঞ্চ ডেট সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। স‍্যামসাং এর এই স্মার্টফোনে‌র ডিজাইন রেন্ডার কিছু দিন আগে MySmartPrice শেয়ার করেছিল। আমাজনের লিস্টিং থেকে Galaxy M52 5G স্মার্টফোনে‌র ডিজাইন সঠিক ভাবে জানা গেছে। ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ক‍্যামেরা মডিউলে ক‍্যামেরা সেন্সরের সাথে LED ফ্ল‍্যাশ‌ও দেওয়া হবে। ফোনের রেয়ার প‍্যানেলে ভার্টিকাল স্ট্রিপ দেওয়া থাকবে।

স‍্যামসাং এর এই ফোনটি সম্পর্কে বলা হচ্ছে যে এতে 120Hz রিফ্রেশরেটে‌র Full HD+ ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লে‌র সাইজের কথা বললে এটি 6.7 ইঞ্চির হবে, যার মধ্যে সেল্ফির জন্য পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হবে। এর সাথেই ফ্রন্টে পাতলা বেজল দেওয়া থাকবে। ফোনের ডান দিকের ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ভলিউম বাটন দেওয়া হবে।

স‍্যামসাং এই ফোনটিকে Qualcomm Snapdragon 778G এর সাথে পেশ করবে। স‍্যামসাং এর রেয়ার প‍্যানেলে 64MP প্রাইমারি ক‍্যামেরা, 12MP আল্ট্রাওয়াইড সেন্সর আর 5MP ডেপ্থ ক‍্যামেরা দেওয়া থাকবে। এই স্মার্টফোনে‌র ফ্রন্টে 32MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া থাকবে। স‍্যামসাং এর এই ফোনটি Android 11 এ আধারিত কোম্পানির কাস্টম ইউজার ইন্টারফেস One UI 3.1 তে রান করবে। আপাতত ফোনের ব‍্যাটারী সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here