এপ্রিলেই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M53 5G স্মার্টফোন, লঞ্চের আগেই জেনে নিন সম্ভাব্য ফিচার

Samsung বর্তমানে তাদের নতুন Galaxy M-সিরিজ স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। Samsung সম্প্রতি ভারতে 20,000 টাকার কম দামে Galaxy M33 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই Galaxy M সিরিজের আরেকটি 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই মাসের শেষে ভারতে Samsung Galaxy M53 5G স্মার্টফোন লঞ্চ করবে।

Samsung ভারতে তাদের আসন্ন 5G স্মার্টফোন লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করেছে, যা চলতি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। এই Samsung স্মার্টফোনটি Galaxy A73 5G এর মতো হতে পারে। এই পোস্টে আপনাদের Samsung Galaxy M53 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো।

Samsung Galaxy M53 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy M53 5G স্মার্টফোনটি ভারতে কোম্পানির Galaxy M-সিরিজের পরবর্তী স্মার্টফোন হবে। এই Samsung স্মার্টফোনটি Amazon-এ সেল এর জন্য পাওয়া যাবে। যদিও কোম্পানি এখনই এই স্মার্টফোনটি লঞ্চের বিষয়টি নিশ্চিত করেনি। তবে মনে করা হচ্ছে যে Galaxy M53 5G স্মার্টফোনটি ভারতে এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।

কোম্পানি কিছু দিন আগেই Samsung Galaxy M53 স্মার্টফোনটি বেশ কয়েকটি দেশে লঞ্চ করেছে। যদিও এই ফোনের দাম কত হবে সেটা এখনও জানা যায় নি। Samsung Galaxy M53 স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। এর সাথে ফোনে পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই Samsung ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে।

এই Samsung স্মার্টফোনটি MediaTek Dimension 900 SoC সহ লঞ্চ হবে। এই ফোনটি 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে। ইউজাররা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ বাড়াতে পারবেন।

Samsung এর এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Samsung এর ফোনে একটি 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টের সাথে আসবে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, ফোনটিতে 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর এবং দুটি 2MP- ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়াও এই ফোনে ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। বায়োমেট্রিক এর জন্য, ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI Face আনলক ফিচার রয়েছে।

এই Samsung ফোনে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই Samsung ফোনটির ওজন 176 গ্রাম এবং ডায়মেনশন 77.0 x 164.7 x 7.4 mm। এই Samsung ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে OneUI 4.1-এ চলবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here