শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy M55 5G, সার্টিফিকেশন সাইটে দেখা গেল এই ফোন

শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে Samsung Galaxy M55 5G ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিছু দিন আগেই এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এবং ভারতের বিআইএস সাইটে দেখা গিয়েছিল। এবার এই ফোন এফসিসি এবং ডেকরা সাইটে স্পট করা হয়েছে। এই সাইটে ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস দেখা গেছে। নিচে এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy M55 5G এর এফসিসি এবং ডেকরা লিস্টিং

  • এফসিসি লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M55 5G ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই এবং ব্লুটুথ থাকবে বলে জানা গেছে।
  • FCC সার্টিফিকেশনে এখনও পর্যন্ত ফোনের ডিজাইন দেখানো হয়নি।
  • Dekra সার্টিফিকেশনের ইমেজ অনুযায়ী এই ফোনে 4,855mAh ব্যাটারি অর্থাৎ 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • TUV SUD লিস্টিং থেকে জানা গেছে এই ফোনের অ্যাডাপ্টারের মডেল নাম্বার EP-TA845 এবং EP-TA845 001।
  • এই ফোনটি Nemko সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী ফোনের কেবলের মডেল নাম্বার SM-M556E/DS হবে।
  • এই প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো ডিটেইলস জানা যায়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই আরও তথ্য জানা যাবে।

Samsung Galaxy M55 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy M55 5G ফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 2.40 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত চিপসেট যোগ করা হবে। অর্থাৎ এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 থাকতে পারে।
  • স্টোরেজ: গীকবেঞ্চ থেকে জানা গেছে Galaxy M55 5G ফোনে 8GB পর্যন্ত RAM থাকবে। অর্থাৎ ফোনটির বেস মডেলে 8GB RAM দেওয়া হবে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। তবে এই সেটআপের ক্যামেরা ডিটেইলস এখনও পর্যন্ত জানা যায়নি।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনের আগের মডেল গ্যালাক্সি এম54 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই আপকামিং Galaxy M55 5G ফোনেও একই ধরনের ব্যাটারি থাকবে বলে মনে করা হচ্ছে।
  • ওএস: Samsung Galaxy M55 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here