কয়েক মাস আগে স্যামসাঙ তাদের Galaxy M55 স্মার্টফোন পেশ করেছিল। এবার এই সিরিজের আরও সস্তা লো বাজেট রেঞ্জে Samsung Galaxy M55s স্মার্টফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই আপকামিং ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে দেখা গেছে। এর ফলে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত যেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Samsung Galaxy M55s এর বিআইএস লিস্টিং
- BIS সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy M55s স্মার্টফোনটি SM-M558B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি গীকবেঞ্চ ও ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশনের মতোই লাগছে।
- BIS লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটি সম্পর্কে কিছু জানা যায়নি, ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy M55s এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Samsung Galaxy M55s ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট দেওয়া হতে পারে। এতে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 644 GPU থাকতে পারে।
- এই আপকামিং ফোনটিতে 8GB RAM দেওয়া হতে পারে।
- এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করতে পারে। এছাড়া এতে 2.4GHz এবং 5GHz ওয়াই-ফাই ব্যান্ড সাপোর্ট দেওয়া হতে পারে।
- গীকবেঞ্চ লিস্টিঙে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1003 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2309 স্কোর পেয়েছে। অর্থাৎ ফোনটি ভালো পারফরমেন্স দিতে পারে।
Samsung Galaxy M55 5G এর স্পেসিফিকেশন
আপকামিং Samsung Galaxy M55s ফোনটি আগের মডেল Samsung Galaxy M55 5G ফোনটির লো ভার্সন হতে পারে। আগের মডেল Samsung Galaxy M55 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নীচে আলোচনা করা হল।
- ডিসপ্লে: Samsung Galaxy M55 5G স্মার্টফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস ও ভিজন বুস্টার ফিচার রয়েছে।
- প্রসেসর: এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে।
- স্টোরেজ: Samsung Galaxy M55 5G ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
- ক্যামেরা: এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: এই স্মার্টফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।