গতকাল টূক জগতে Samsung তাদের নতুন চাল চেলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘গ্যালাক্সি নোট’ সিরিজে যেমন Samsung Galaxy Note20 এবং Samsung Galaxy Note20Ultra 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে তেমনই আবার ‘গ্যালাক্সি ট্যাব’ সিরিজে Samsung Galaxy Tab S7 ও Samsung Galaxy Tab S7+ পেশ করা হয়েছে। এছাড়াও কোম্পানির বিশেষ Samsung Z Fold 2, Samsung Galaxy Buds এবং Samsung Galaxy Watch 3 মার্কেটে এনেছে। গ্লোবাল মার্কেটে ধামাকা করার কয়েক ঘন্টা পরেই কোম্পানি তাদের গ্যালাক্সি নোট 20 সিরিজ ভারতে লঞ্চ করেছে।
ভেরিয়েন্ট ও দাম
Samsung Galaxy Note20 এবং Galaxy Note20 Ultra 5G ফোনদুটি অফিসিয়ালি ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। Samsung Galaxy Note20 ফোনটি 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। ফোনটি 77,999 টাকার বিনিময়ে Mystic Bronze, Mystic Green ও Mystic Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
Samsung Galaxy Note20 Ultra ফোনটি কোম্পানি 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করেছে। এই ফোনেও 12 জিবি র্যাম ও 256 জিবি মেমরি আছে। কোম্পানি এই ফোনটিও Mystic Bronze, Mystic Green ও Mystic Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং এর দাম রেখেছে 1,04,999 টাকা।
প্রিবুকিং অফার
কোম্পানি তাদের এই নতুন শক্তিশালী ফোনদুটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করেছে এবং আজ থেকেই গোটা দেশে এই দুটির প্রিবুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে স্যামসাং রিটেইল স্টোরেও ফোনদুটি প্রিবুক করা যাবে। স্যামসাং গ্যালাক্সি নোট 20 সিরিজের ফোনদুটির প্রিবুকিঙে 19,000 টাকার বেনিফিট পাওয়া যাচ্ছে। এছাড়া ফোনদুটি নো কস্ট ইএমইআইতেও কেনা যাবে।
Samsung Galaxy Note20 এর প্রিবুকিঙে কোম্পানির পক্ষ থেকে 7,000 টাকা এবং Samsung Galaxy Note20 Ultra 5G এর ক্ষেত্রে 10,000 টাকার গিফট কুপন দেওয়া হচ্ছে। এই কুপনের বিনিময়ে স্যামসাং শপ থেকে যে কোনো প্রোডাক্ট কেনা যাবে। এছাড়া এইচডিএফসি কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে Samsung Galaxy Note20 এবং Samsung Galaxy Note20 Ultra 5G এর ক্ষেত্রে যথাক্রমে 6,000 টাকা এবং 9,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন