দেখুন Samsung Galaxy Note 10 এর এক্সক্লুসিভ 5K রেন্ডার ও 360 ডিগ্রি ভিডিও

বিগত কয়েক মাসে স‍্যামসাঙের আগামী স্মার্টফোন Samsung Galaxy Note 10 সম্পর্কে একাধিক লিক বেরিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই দুটি ভেরিয়েন্টের একটি LTE ও অপরটি 5G কানেক্টিভিটিযুক্ত হবে। স‍্যামসাঙের এই আগামী ডিভাইস কেমন দেখতে হবে এবং এই ফোনটি কোন ডিজাইনে তৈরি হবে সেবিষয়ে আমরা আপনাদের জন্য Samsung Galaxy Note 10 এর এক্সক্লুসিভ 360 ডিগ্রি ভিডিও ও কিছু হাই রেজলিউশন ফোটো নিয়ে এসেছি।

ভারতে লঞ্চ হলো Nokia 2.2, এটি কোম্পানির সবচেয়ে সস্তা ওয়াটারড্রপ নচ ও অ্যান্ড্রয়েড ওয়ান ওএসযুক্ত স্মার্টফোন

Samsung Galaxy Note 10 এর এই এক্সক্লুসিভ মিডিয়া কন্টেন্টের জন্য আমরা বিখ‍্যাত টিপস্টার অনলিকসের সঙ্গে যোগাযোগ করি এবং আপনাদের জন্য স‍্যামসাঙের আগামী হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ডিভাইসের প্রথম লুক নিয়ে এসেছি। Samsung Galaxy Note 10 এ ইনফিনিটি ও ডিসপ্লের মধ্যে সেলফি হোল থাকবে। তবে এটি ডানদিকের বদলে মাঝখানে দেওয়া হবে। এতে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা Samsung Galaxy Note 9 এর তুলনায় একটু ছোট। রেন্ডারে ফোনের দুই দিকে কার্ভড এজ দেখানো হয়েছে। ফোনটির চারদিকে যথেষ্ট সরু বেজল আছে।


আশা করা হচ্ছে এতে এমোলেড প‍্যানস এইচডিআর10+ ও 1440 × 3040 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে। Samsung Galaxy Note 10 এর ব‍্যাক প‍্যানেল গ্লাসের তৈরি হবে। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

Xiaomi Redmi Y3 এর অপেক্ষা হলো শেষ, আজ থেকে শুরু ওপেন সেল

তবে Samsung Galaxy Note 10 এ 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হবে না এবং এই ফোনে বিক্সবি বাটন দেওয়া হবে। এর আগে Apple, Google ও OnePlus তাদের ফোন থেকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক তুলে নিয়েছে।

ফোনটির বাঁদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম বাটন দেওয়া হবে। ফোনটির নিচের এজে স্পীকার গ্ৰিল, এস পেন, মাইক, চার্জিঙের জন্য টাইপ সি পোর্ট ও ই সিম কার্ড ট্রে থাকবে। ফোনটির ডায়মেনশন 162.6 × 77.4 × 7.9 এম‌এম হবে। onleaks এর তথ্য অনুযায়ী Samsung Galaxy Note 10 এফোনটি মেটাল ফ্রেমে তৈরি হবে, যা এর আগে Samsung Galaxy S10 5G এর ক্ষেত্রে দেখা গেছে।

ভারতে লঞ্চ হবে Moto E6 Plus, 20 জুন Motorola One Vision এর সঙ্গেই হতে পারে লঞ্চ

Samsung Galaxy Note 10 এ স্ন‍্যাপড্রাগন 855 বা এক্সিনস 9820 এস‌ওসি, 12 জিবি পর্যন্ত র‍্যাম ও অ্যান্ড্রয়েড 9 পাই পর্যন্ত অপারেটিং সিস্টেম থাকবে। এই ফোনটির সঙ্গে Samsung Galaxy Note 10 Pro লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে কোম্পানি এতে 6.75 ইঞ্চির স্ক্রিন, কোয়াড ক‍্যামেরা সেট‌আপ ও 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যোগ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here