স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইটের‌ও প্রস্তুতি শুরু, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে হতে পারে লঞ্চ

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর জন্য কোম্পানি এবার বড়সড় প্রস্তুতি নিচ্ছে। এতদিন দুটি করে মডেল পেশ করা হত। এবার চারটি মডেল পেশ করা হতে পারে। স‍্যামসাঙের পক্ষ থেকে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইট, স‍্যামসাং গ‍্যালাক্সি এস10+ ও স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সেরামিক লঞ্চ করা হতে পারে। স‍্যামসাঙের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও বিভিন্ন লিকের মাধ্যমে অনেক খবর পাওয়া যাচ্ছে। কিছু দিন আগে খবর পাওয়া গেছিল কোম্পানি গ‍্যালাক্সি এস10 এর একটি ছোট মডেল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইট পেশ করতে পারে। আজ স‍্যামমোবাইল গ‍্যালাক্সি এস10 সিরিজের সব কটি ফোনের কালার ভেরিয়েন্ট ও ক‍্যামেরা ফিচার সম্পর্কে জানিয়ে দিয়েছে।

ডুয়েল রেয়ার ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম আর 128 জিবি মেমরির সাথে ভারতে লঞ্চ হল নোকিয়া 8.1, জেনে নিন এই ফোনের সম্পর্কে সবকিছু

রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর অন‍্যান‍্য মডেলে ট্রিপল ক‍্যামেরা দেওয়া হবে ও গ‍্যালাক্সি এস10 লাইটে ডুয়েল ক‍্যামেরা থাকতে পারে। এই ফোনে ফ্রন্টে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতে পারে। অন‍্যান‍্য মডেলের তুলনায় এতে স্টোরেজ‌ও কম থাকবে।

রিপোর্টে আরও বলা হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 লাইট ইয়েলো, হোয়াইট, ব্ল‍্যাক, গ্ৰীন ও ব্লু ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসে হোয়াইট, ব্ল‍্যাক, গ্ৰীন ও ব্লু ভেরিয়েন্টে পাওয়া যাবে। গ‍্যালাক্সি এস10 সেরামিক হোয়াইট ও ব্ল‍্যাক দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে।

5,000 এম‌এএইচ ব‍্যাটারী, শক্তিশালী প্রসেসর ও নচ স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 6.1 ইঞ্চি ও 6.4 ইঞ্চির দুটি স্ক্রিন সাইজ পাওয়া যাবে। লাইট ভেরিয়েন্ট ছোট স্ক্রিন সাইজের সঙ্গে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনগুলি ফেব্রুয়ারিতে পেশ করা হতে পারে এবং মার্চে সেল করা হতে পারে।

কিছু দিন আগে পেশ হ‌ওয়া একটি লিক অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর একটি 5জি মডেল‌ও পেশ করা হতে পারে যা ইউএসে লঞ্চ করা হবে। কোম্পানি এই ফোনে চারটি ক‍্যামেরা যোগ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here