স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 টেক জগতে সব সময় সমালোচিত হয়ে চলেছে। যখন থেকে জানা গেছে গ‍্যালাক্সি এস10 এ স‍্যামসাং 12 জিবি র‍্যাম ও 5জি সাপোর্টের সঙ্গে পেশ করবে সেদিন থেকে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সম্পর্কে প্রকাশ পাওয়া প্রতিটি খবর অত্যন্ত মনোযোগ সহকারে পড়া হচ্ছে। এই সপ্তাহেই জানা গেছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 সম্পূর্ণ বেজল লেস হবে এবং এতে কোনো নচ পর্যন্ত থাকবে না। এবং আজ গ‍্যালাক্সি এস10 এর ফোটো সামনে এসেছে।

অবশেষে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো সামনে এসে গেছে। গ‍্যালাক্সি এস10 এর রিয়েল ইমেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এই ফোটোটি শুধুমাত্র স‍্যামসাঙের আগামী ডিভাইস গ‍্যালাক্সি এস10 এর ফোটো বলে ভাইরাল হয়নি, বরং এটি ছড়িয়ে পড়ার অন‍্যতম বড় কারণ এর সবচেয়ে বিশেষ ও অন‍্য ধরনের ডিসপ্লে ডিজাইন। এতদিন ওয়াটারড্রপ, ডিউড্রপ ও হ‍্যালো নচের প্রচলন হয়ে আসলেও গ‍্যালাক্সি এস10 এ কোনো নচ নেই। এই ফোনে ক‍্যামেরা হোল দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা হোল বডিতে দেওয়া নেই বরং ডিসপ্লের মধ্যে দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর এই ফোটো টিপস্টার বেন জেস্কিন তার টুইটারের মাধ্যমে শেয়ার করেছেন। এই ফোটোয় ফোনের ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে। গ‍্যালাক্সি এস10 এর তিন দিক সম্পূর্ণ বেজল লেস। এই ফোনে কোনো নচ দেওয়া হয়নি। ফোনের সেলফি ক‍্যামেরা ডিসপ্লের ভেতর দেওয়া হয়েছে। ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপর দিকে হাল্কা স্পট আছে যেখানে ক‍্যামেরা সেন্সর আছে। এই ক‍্যামেরা হোল ফোন বডিতে দেওয়া হয়নি, এই হোলের চারদিকে ডিসপ্লের স্ক্রিন দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ডানদিকের প‍্যানেলে বিক্সবীর শর্টকাট কী আছে। গ‍্যালাক্সি এস10 এর দুটি কোণে কার্ভড এজ ডিসপ্লে আছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 যে ধরনের ডিজাইনের সঙ্গে পেশ করা হবে সেরকম ডিজাইন আজ পর্যন্ত কোনো কোম্পানি বা ব্র‍্যান্ডের ফোনে দেখা যায়নি। শোনা যাচ্ছে গ‍্যালাক্সি এস10 এর চারটি মডেল পেশ করা হতে পারে যা গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10 প্লাস, গ‍্যালাক্সি এস10 এক্স ও গ‍্যালাক্সি এস10এস 5জি নামে লঞ্চ করা হবে।

লিক থেকে জানা গেছে গ‍্যালাক্সি এস10 প্লাসে 6 জিবি র‍্যাম দেওয়া হবে এবং গ‍্যালাক্সি এস10 মডেলটি 4 জিবি র‍্যামের সঙ্গে টেক জগতে পেশ করা হবে। একটি নতুন লিকে বলা হয়েছে স‍্যামসাং গ‍্যালাক্সি এস সিরিজের এই নতুন স্মার্টফোন আগামী বছর মার্চ মাসে লঞ্চ করা হবে। কোম্পানি মার্চ, 2019 এ গ‍্যালাক্সি এস10 সিরিজ টেক মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করবে যা গ্লোবাল লঞ্চের কিছু দিনের মধ্যেই ভারতে পেশ করা হবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটোগ্ৰাফি সেগমেন্ট সম্পর্কিত একটি লিক আগেই জানা গেছে। এই লিকে বলা হয়েছে গ‍্যালাক্সি এস10 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হবে। ফোনের প্রাইমারি ক‍্যামেরা 12 মেগাপিক্সেলের হবে এবং তা এফ/1.5 ও এফ/2.4 এর ডুয়েল অ্যাপার্চারযুক্ত হবে। সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর‌ এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের হবে এবং তৃতীয় ক‍্যামেরা সেন্সর‌ 13 মেগাপিক্সেলের হবে যা এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন হবে। গ‍্যালাক্সি এস10 এর এই ক‍্যামেরা সেট‌আপ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত হবে যা 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক‍্যাপচার করতে সক্ষম।

লিকে আরও বলা হয়েছে কোম্পানি এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট বা এক্সিনোস 9820 চিপসেটের সঙ্গে পেশ করতে পারে। এই ফোনে 7 ন‍্যানোমিটারের ফেব্রিকেশনযুক্ত বেশি শক্তিশালী প্রসেসর হতে পারে যা কম পাওয়ার খরচের জন্য পরিচিত। তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 9 এর মতো গ‍্যালাক্সি এস10 এও 4,000 এমএএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here