গত বছর স্যামসাঙ ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি স্যামসাঙের শক্তিশালী Exynos 2400 ডেকা-কোর প্রসেসর সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি ফ্যান্দে খুশি করার জন্য এই স্মার্টফোনের নতুন Samsung Galaxy S24 5G Snapdragon এডিশন লঞ্চ করেছে। নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই নতুন স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সহ পেশ করা হয়েছে।
Samsung Galaxy S24 5G স্মার্টফোনের নতুন ভার্সন Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.27GHz থেকে 3.3GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি আগের ভার্সনে এক্সিনোস 2400 প্রসেসরের বেস ক্লক স্পীড 1.95GHz এবং হাই ক্লক স্পীড 3.2GHz।
অর্থাৎ কোয়ালকমের Snapdragon 8 Gen 3 প্রসেসর Exynos 2400 চিপসেটের তুলনায় ফাস্ট কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি আমাদের টেস্টে Galaxy S24 5G স্মার্টফোনটির 17,27,225 AnTuTu score পেয়েছে। এই স্কোরটি iPhone 16 Pro Max স্মার্টফোনের 17,74,620 আনটুটু স্কোরের কাছাকাছি। Galaxy S25 5G স্মার্টফোনের এই নতুন স্ন্যাপড্রাগন প্রসেসর সহ এডিশন কতটা শক্তিশালী সেটি দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।
এখনও পর্যন্ত বাজারে নতুন Samsung Galaxy S24 Snapdragon স্মার্টফোনের সেল শুরু হয়নি। তবে শপিং সাইট ফ্লিপকার্টে এই স্মার্টফোনটি দাম সহ লিস্টেড হয়েছে। এই স্মার্টফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 74,999 টাকা এবং 256GB স্টোরেজ অপশনের দাম 79,999 টাকা রাখা হয়েছে। ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি লিস্টিং প্রাইস রেঞ্জের থেকে কম দামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
এই স্মার্টফোনটি Onyx Black, Marble Grey, Amber Yellow এবং Cobalt Violet কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি আগের Samsung Galaxy S24 5G স্মার্টফোনটিও 74,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বিভিন্ন শপিং সাইটের মাধ্যমে অফার এবং ডিসকাউন্ট সহ কম দামে সেল করা হয়েছিল। অদূর ভবিষ্যতে জানা যাবে Samsung Galaxy S24 5G স্মার্টফোনের এই Snapdragon মডেল ইউজারদের মধ্যে কতটা জনপ্রিয় হয়ে ওঠে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3এক্স অপ্টিক্যাল জুম ক্ষমতাসম্পন্ন 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটি ওয়্যার্ড এবং ওয়্যারলেস উভয় ফিচারের মাধ্যমে চার্জ করা যাবে। জানিয়ে রাখি আমাদের টেস্টে এটি 14 ঘন্টা, 43 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S24 স্মার্টফোনটি 7 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপডেট সহ লঞ্চ করা হয়েছে।
Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ Galaxy S24 5G ফোনটি লঞ্চ করে কোম্পানি টেক জগতকে চমকে দিয়েছে। আগে থেকে বাজারে Galaxy S25 series সেল করা হয় এবং গত সপ্তাহে কোম্পানি এই সিরিজের নতুন Galaxy S25 FE স্মার্টফোন লঞ্চ করেছে। 2024 সালের জানুয়ারি মাসে লঞ্চ করা স্মার্টফোন 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুনভাবে পেশ করার পর এটি কতটা জনপ্রিয়তা লাভ করবে সেটি জানার অপেক্ষা মাত্র। তবে যারা 60 হাজার থেকে 70 হাজার টাকা রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত Xiaomi 15, OnePlus 13, Vivo X200 এবং OPPO Find X8 স্মার্টফোনগুলি দেখতে পারে। নতুন স্মার্টফোনটি উপস্থিত স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।











