Samsung Galaxy S24 Ultra ফোনে থাকতে পারে সবচেয়ে ফাস্ট প্রসেসর, গীকবেঞ্চে হল লিস্টেড

Highlights

 • 2024 সালে লঞ্চ হতে পারে Samsung Galaxy S24 Ultra।
 • বিশেষ করে স্যামসাঙের জন্য তৈরি হতে পারে নতুন হাই এন্ড প্রসেসর।
 • এই ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 45W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে।

স্যামসাঙের সবচেয়ে শক্তিশালী এস নাম্বার সিরিজের নতুন ফোন আগামী 2024 সালে পেশ করা হতে পারে। এই সিরিজে Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra নামের তিনটি ফোন লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি লঞ্চের আগে থেকেই ক্রমাগত এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন ডিটেইলস সামনে আসতে শুরু করেছে। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই আপকামিং সিরিজের আলট্রা মডেলটি সবচেয়ে ফাস্ট স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ দেখা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: ডিসেম্বরে লঞ্চ হতে পারে Vivo S18 সিরিজ, সামনে এল কালার অপশন

Samsung Galaxy S24 Ultra এর গীকবেঞ্চ লিস্টিং

জানিয়ে রাখি আগেই গীকবেঞ্চে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত প্রাইম সিপিইউ কোর সহ Galaxy S24 Ultra ফোনটি দেখা গিয়েছে। কিন্তু এবার একটি নতুন এডিশন লিস্টেড করা হয়েছে, যেখানে আগের চেয়ে বেশি ক্লক স্পীড উল্লেখ করা হয়েছে।

 • এই নতুন ডিভাইস SM-S928U মডেল নাম্বার সহ এবং 3.4 GHz প্রাইম কোর স্পীড সহ দেখা গেছে।
 • স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটের এই হাই স্পীড প্রসেসর বিশেষভাবে স্যামসাঙের জন্য তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে।
 • লিস্টিং অনুযায়ী এই ফোনে প্রায় 12GB পর্যন্ত RAM থাকতে পারে।
 • এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

Samsung Galaxy S24 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

 • ডিসপ্লে: ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 Ultra ফোনে 6.7 ইঞ্চির OLED প্যানেল থাকতে পারে। এটি ইন্ডাস্ট্রি বেস্ট 144hZ রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
 • প্রসেসর: এই ফোনে সবচেয়ে ফাস্ট ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
 • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনে 8GB, 12GB,16GB RAM এর সঙ্গে 256GB, 512GB বা 1TB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
 • ক্যামেরা: Samsung Galaxy S24 Ultra ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট সেন্সর থাকতে পারে।
 • ব্যাটারি: এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে। এছাড়াও এতে 15W ওয়্যারলেস চার্জিং থাকবে বলে জানা গেছে।
 • অন্যান্য: এই ফোনে IP68 রেটিং, টাইটেনিয়াম ফ্রেম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বেশ কিছু প্রিমিয়াম ফিচার থাকবে।
 • ওএস: Samsung Galaxy S24 Ultra ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআই 6 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here