লিক হল Samsung Galaxy S26 Pro ফোনের ছবি, দেখে নিন নতুন লুক এবং স্পেসিফিকেশন

Samsung এর আপকামিং ফ্ল্যাগশিপ Galaxy S26 সিরিজ সম্পর্কে ক্রমাগত বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসে চলেছে। Android Headlines এর পক্ষ থেকে এই ফোনের লেটেস্ট লিক শেয়ার করা হয়েছে। এর ফলে আপকামিং Samsung Galaxy S26 Pro ফোনের CAD-বেসড রেন্ডার প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে Galaxy S26 ফোনটি Galaxy S26 Pro নামে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এক‌ইভাবে ‘Plus’ মডেলটি Galaxy S26 Edge নামে পেশ করা হতে পারে। ফোনটি বাজারে আসার এখনও দেরি আছে। চলুন এর আগেই জেনে নেওয়া যাক সিরিজের প্রো ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।

নতুন রেন্ডারের মাধ্যমে জানা গেছে Galaxy S26 Pro ফোনের ডিজাইনের সবচেয়ে বড় পার্থক্য দেখা যাবে ফোনটির ক্যামেরা মডিউলে। এবার ফোনটির ব্যাক প্যানেলে একটি পিল শেপের ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর আগের Galaxy S25 ফোনের ক্যামেরা সেন্সর সরাসরি ব্যাক প্যানেলে অবস্থিত ছিল। এছাড়া ক্যামেরা লেন্সের লুক‌ও আগের চেয়ে আলাদা।

ফোনটির ফ্রন্ট প্যানেলে ন্যারো এবং ইউনিফর্ম বেজল সহ একটি সেন্ট্রাল পাঞ্চ-হোল ক্যামেরা থাকবে। ফোনটির ডানদিকের প্যানেলে ওপরের দিকে ভলিউম রকার বাটন এবং এর নিচে পাওয়ার বাটন রয়েছে। ফোনটির ফ্ল্যাট ফ্রেম সহ হালকা কার্ভ এজ এবং অ্যালুমিনিয়াম-গ্লাস বডি প্রিমিয়াম ফিল দেবে বলে মনে করা হচ্ছে।

Galaxy S26 Pro ফোনে 6.3-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির ডায়মেনশন প্রায় 149.3 x 71.4 x 6.96mm (ক্যামেরা বাম্প সহ 10.23mm) হবে বলে জানা গেছে। এই ফোনটি Galaxy S25 ফোনের চেয়ে লম্বা, চ‌ওড়া এবং পাতলা হতে পারে।

প্রসেসিঙের জন্য আপকামিং Samsung Galaxy S26 Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হতে পারে। তবে কিছু মার্কেটে এই ফোনটির Samsung Exynos ভেরিয়েন্ট‌ও পেশ করা হতে পারে। এই ফোনে আগের 12GB RAM আপগ্ৰেড করে 16GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ফোনটির ব্যাটারি সেগমেন্টেও পরিবর্তন দেখা যেতে পারে। Galaxy S26 Pro ফোনে 4,300mAh ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি আগের Galaxy S25 ফোনটিতে 4,000mAh ব্যাটারি রয়েছে। তবে Samsung এখনও পর্যন্ত সিলিকন-কার্বন ব্যাটারি টেকনোলজি নিয়ে কাজ শুরু করেনি।

ফোনটির ক্যামেরা ফিচারের ক্ষেত্রেও আপগ্ৰেড হতে পারে। ফোনটিতে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি আগের মডেলের 12MP সেন্সরের চেয়ে বেশ বড়সড় আপগ্রেড। তবে ফোনটির প্রাইমারি সেন্সর এবং টেলিফটো লেন্স সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Galaxy S26 সিরিজে বিল্ট-ইন ম্যাগনেট দেওয়া হতে পারে বলে জানা গেছে। এর ফলে ফোনটি Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ Apple এবং Google এর মতো এবার Samsung-ও এই অ্যাডভান্স টেকনোলজি ব্যাবহার করবে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং (Wireless PowerShare) ফিচার পাওয়া যাবে না।

রিপোর্টে বলা হয়েছে আগামী বছর অর্থাৎ 2026 সালের প্রথম কোয়ার্টারে Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ করা হতে পারে। সম্ভবত জানুয়ারি মাসে এই সিরিজ পেশ করা হবে। লেটেস্ট iPhone 17 সিরিজ, আপকামিং Xiaomi 16 সিরিজের সঙ্গে Galaxy S26 Pro ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা লেটেস্ট ডিজাইন, হাই-এন্ড ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ স্মার্টফোন পছন্দ করেন এই ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য পেশ করা হতে পারে।

যারা একটি নতুন স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের আপকামিং Galaxy S26 Pro ফোনটির বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং আপগ্ৰেডেড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বেশ পছন্দ হতে পারে। যাদের হাতে সময় রয়েছে তাদের এই ফোনটির জন্য অপেক্ষা করা উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here