প্রকাশ্যে এল Samsung Galaxy Unpacked Event 2024 এর ডিটেইলস, লঞ্চ হতে পারে Galaxy S24 সিরিজ

Highlights

  • জানুয়ারিতে হতে পারে Unpacked Event 2024।
  • এই ইভেন্টে তিনটি প্রিমিয়াম ফোন পেশ করা হতে পারে।
  • আলট্রা মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে।

স্যামসাং আগামী 2024 সালের সূচনা করবে তাদের প্রিমিয়াম S24 সিরিজের লঞ্চের মাধ্যমে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra ফোনগুলি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো আলোকপাত করা না হলেও এক জনপ্রিয় টিপস্টার জানুয়ারি মাসে Samsung Galaxy Unpacked Event 2024 অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে। আরও পড়ুন: Amazon Great Indian Festival sale: অফারে বাজেট ফোন এখন আরও সস্তা, জেনে নিন বিস্তারিত

Samsung Galaxy Unpacked Event 2024 টাইমলাইন (লিক)

  • Samsung Galaxy S24 সিরিজের অফিসিয়াল লঞ্চের আগেই টিপস্টার @sondesix শেয়ার করেছেন আগামী বছর জানুয়ারি মাসে Samsung Galaxy Unpacked Event 2024 লঞ্চ করা হতে পারে।
  • আমেরিকার সান ফ্রান্সিস্কোতে এই বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
  • পোস্ট অনুযায়ী এই ইভেন্টে গ্যালাক্সি এস24, গ্যালাক্সি এস24+ এবং গ্যালাক্সি এস24 আলট্রা নামের স্মার্টফোন লঞ্চ করা হবে।
  • এই লিক সঠিক হলে সাধারনের চেয়ে এক মাস আগেই এই প্রিমিয়াম সিরিজ লঞ্চ করা হবে। এর আগে S23 সিরিজও ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল।

Samsung Galaxy S24 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিজাইন: গ্যালাক্সি এস24 এবং গ্যালাক্সি এস24+ ফোনে ফ্ল্যাট এজ দেওয়া হতে পারে। তবে গ্যালাক্সি এস24 আলট্রা ফোনে কার্ভ এজ থাকতে পারে। এই তিনটি ফোনেই টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হতে পারে।
  • ডিসপ্লে: গ্যালাক্সি এস24 ফোনে 6.2 ইঞ্চি, গ্যালাক্সি এস24 প্লাস ফোনে 6.7 ইঞ্চি এবং গ্যালাক্সি এস24 আলট্রাতে 6.8 ইঞ্চি এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে আলট্রা মডেলে 2,200 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস পাওয়া যেতে পারে।
  • প্রসেসর: প্রিমিয়াম রেঞ্জের Samsung Galaxy S24 সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 এবং Exynos 2400 চিপসেট যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: গ্যালাক্সি এস24 আলট্রাতে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 10 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হয়েছে। তবে সিরিজের প্লাস এবং ভ্যানিলা মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই সিরিজে 12MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
  • ব্যাটারি: গ্যালাক্সি এস24 ফোনে 4,900mAh ব্যাটারি সহ 25W চার্জিং দেওয়া হতে পারে। তবে গ্যালাক্সি এস24 প্লাসে 4,900mAh এবং আলট্রাতে 5,000mAh সহ 45W চার্জিং সাপোর্ট করতে পারে।
  • ওএস: এই সবকটি প্রিমিয়াম ফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং OneUI 6 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here