Samsung ও AMD আনছে দুর্দান্ত টেকনোলজি, স্মার্টফোনে পাওয়া যাবে গেমিং কনসোলের মতো গ্ৰাফিক্স

অদূর ভবিষ্যতে মোবাইল গেমিঙের জগতে বিপুল পরিবর্তন দেখা যেতে পারে। বর্তমানে চিপসেট প্রস্ততকারী কোম্পানি AMD মোবাইল ফোনের জন্য RDNA 2 গ্ৰাফিক্স আর্কিটেকচার নিয়ে কাজ করছে। এই গ্ৰাফিক্স কার্ড গেমিং কনসোল যেমন Xbox X ও PlayStation 5 এ ব‍্যবহার করা হয়। AMD কোম্পানির সিইও ড. লিসা সু কম্পিউটেক্স ভার্চুয়াল কনফারেন্সে জানিয়েছেন তাদের কোম্পানি স‍্যামসাঙের সঙ্গে হাত মিলিয়ে RDNA 2 আর্কিটেকচার স‍্যামসাঙের আপকামিং ফ্ল‍্যাগশিপ এক্সিনস স্মার্টফোন চিপসেট ইন্টিগ্ৰেশন করার কাজ করছে। স‍্যামসাঙের আগামী ‘গ‍্যালাক্সি এস22’ সিরিজে এই গ্ৰাফিক্স সিস্টেম যোগ করার সম্ভাবনা আছে। এই টেকনোলজি মোবাইল ফোনের গেমিং এক্সপেরিয়েন্স একেবারে বদলে দেবে। এর সাহায্যে কম্পিউটার ও কনসোলের গেমিং টেকনোলজি রে-ট্রেসিং ও ভেরিয়েবল রেট শেডিং (VRS) ফোনেই পাওয়া যাবে।

রে-ট্রেসিং ও ভেরিয়েবল রেট শেডিং (VRS) কি?

রে-ট্রেসিং (Ray tracing টেকনোলজি গেমে কোনো জিনিসের ওপর আলো পড়ে প্রতিফলন ইউজারদের রিয়েলিস্টিক এক্সপেরিয়েন্স দেয়। অন‍্যদিকে ভেরিয়েবল রেট শেডিং ইউজারদের 8K পর্যন্ত হাই রেজলিউশন স্টেবল ফ্রেম রেটে গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এবিষয়ে স‍্যামসাঙের পক্ষ থেকে এই বছরের শেষের দিকে বিস্তারিত জানাবে বলে মনে করা হচ্ছে। তবে এখন দেখতে হবে গেম ডেভেলপাররা এই নতুন চিপসেটের গ্ৰাফিক্স ফিচার কিভাবে আনলক করবে।

হাত মিলিয়েছে Samsung ও AMD

2019 সালে Samsung ও AMD কোম্পানি মোবাইল চিপসেটের গ্ৰাফিক্স কার্ড তৈরির জন্য পার্টনারশিপ করেছিল। গুজব শোনা যাচ্ছে Samsung ও AMD এর যৌথ উদ্যোগে তৈরি আপকামিং চিপসেট সরাসরি মার্কেটে উপস্থিত Apple M1 চিপসেটকে টেক্কা দেবে। মনে করা হচ্ছে এই চিপসেটের সঙ্গে কোম্পানি ল‍্যাপটপ ও ট‍্যাবলেট ডিভাইস লঞ্চের‌ও পরিকল্পনা করছে।

AMD কোম্পানি Tesla এর সঙ্গে পার্টনারশিপ করে Model S ও Model X গাড়ির জন্য হাইএন্ড গেমিঙে কাজ করছে। এতে AMD Ryzen এম্বেডেড APU ও AMD RDNA 2 আর্কিটেকচারযুক্ত GPU ব‍্যবহার করা হবে। এই গাড়ির পেছনে বসা যাত্রী এই গেম উপভোগ করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here