ইলেকট্রিক বাইকে চার্জ দিতে গিয়ে শোরুমে আগুন, প্রাণ হারালেন 8 জন

ইলেকট্রিক স্কুটারে চার্জিং এর সময় অগ্নিকাণ্ডের ঘটনা বেশ কয়েকবার সামনে এসেছে। কিন্তু, সোমবার রাতে ইলেকট্রিক স্কুটারের শোরুমে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এতটাই বড় আকার ধারণ করে যে ঘটনাস্থলে 8 জন মারা যায় এবং প্রায় 5 জন আহত হয়। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে, যেখানে একটি ই-স্কুটার শোরুমে ইলেকট্রিক বাইক চার্জ করা হচ্ছিল। তখন হঠাৎ করে আগুন ধরে যায় এবং সেই আগুনের লেলিহান শিখা গোটা শোরুমে ছড়িয়ে পড়ে। সেইসময় অনেকে বাঁচার তাগিদে এই বহুতল বিল্ডিং থেকে ঝাপ দেয়।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাতে

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সেকেন্দ্রাবাদের রুবি ইলেকট্রিক স্কুটারের শোরুমে রাতে প্রায় 10 টার সময় আগুন লাগে। আগুন নিচতলা থেকে শুরু হয় এবং দ্রুত তা প্রথম ও দ্বিতীয় তলায়ও ছড়িয়ে পড়ে। একইসঙ্গে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

জীবন বাঁচাতে ছাদ থেকে ঝাপ দিয়েছেন অনেকে

যেই সময় ওই শোরুমে আগুন লেগেছিল, তখন ভবনে প্রায় 24 জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ওপরের তলার লোকজন নিজেদের জীবন বাঁচাতে অনিচ্ছাকৃতভাবে ছাদ থেকে ঝাপ দেয়, এতে বহু মানুষ আহতও হয়।

গতকাল রাত সাড়ে 9টার দিকে আগুন লাগে। আগুনের সূত্রপাত বেসমেন্টে, যেখানে প্রচুর ইলেকট্রিক বাইক পার্ক করা ছিল। ঠিক কোথা থেকে এই ঘটনার সূত্রপাত সেটা আমরা এখনও জানি না। এই ঘটনায় 8 জন মারা গেছে এবং কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।

খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় দমবন্ধ হয়ে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পুলিশি তদন্তে এখন পর্যন্ত জানা গেছে যে গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক স্কুটার চার্জ করা হচ্ছিল, যার কারণে শর্ট সার্কিট হয়েছিল এবং আগুন লেগেছিল।

ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী

ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শোক জ্ঞাপন করেছেন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। তিনি প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন যে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। ভগবান আহতদের দ্রুত সুস্থতা দান করুন। PMNRF (প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল) থেকে প্রত্যেক মৃতের স্বজনদের দুই লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

চলছে তদন্ত

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি এই ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে একে অত্যন্ত দুঃখজনক বলেছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে তদন্তের রিপোর্ট এখনও পর্যন্ত সামনে আসেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here