আজ থেকে বদলে যাচ্ছে নতুন সিম কার্ড কেনার নিয়ম, জেনে নিন বিস্তারিত

আজ থেকে নতুন সিম কার্ড কেনার নিয়ম পাল্টে যাচ্ছে এবং এখন থেকে নতুন নিয়ম মেনেই সিম কার্ড কিনতে হবে। যেসব গ্রাহকরা নতুন সিম কার্ড কিনতে চাইছেন এই পোস্টটি তাদের অবশ্যই পড়া উচিৎ। আজ থেকে নতুন সিম কেনা এবং বেচা উভয় ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নিয়মের অমান্য হলে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে।

সিম কেনা এবং বেচার নতুন নিয়ম

  • এখন থেকে সিম কার্ড ডিলারদের পুলিশ এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন আবশ্যক। এছাড়া প্রত্যেক এমপ্লয়িদের KYC করানোর পরেই ব্যবসার জন্য বাল্ক সিম দেওয়া হবে।
  • বর্তমানে গোটা দেশে ক্রমবর্ধমান সাইবার ক্রাইম আটকানোর জন্য ভারত সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ ম=নেওয়া হয়েছে।
  • সরকারের পক্ষ থেকে সিম কার্ড ডিলারের পুলিশ ভেরিফিকেশন আবশ্যক করে দিয়েছে এবং এক সঙ্গে একাধিক কানেকশন দেওয়া বন্ধ করে দিয়েছে। এর বদলে বিজনেস কানেকশনের জন্য নতুন কনসেপ্ট পেশ করা হবে।
  • বিজনেসের KYC এবং সিম গ্রাহকের KYC উভয়ই করতে হবে। যদি কোনো ব্যাক্তি তাঁর বিজনেস বা কর্পোরেটের জন্য এক সঙ্গে অনেকগুলি সিম কিনে নিজের এমপ্লয়িদের মধ্যে বিলিয়ে দিতে চান তবে সেইসব প্রত্যেক এমপ্লয়িরও আলাদা আলাদাভাবে KYC করতে হবে।

না মানলে জরিমানা বা জেল

জানিয়ে রাখি সরকারের পক্ষ থেকে এই নিয়ম 1 অক্টোবর, 2023 থেকে চালু করার কথা ছিল, পরে এর তারিখ দুই মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। নিয়ম ভেঙ্গে সিম বেচলে 10 লক্ষ টাকা জরিমানা বা জেল হতে পারে।

ব্লকলিস্ট করা হয়েছে 67 হাজার সিম কার্ড ডিলার

আগস্ট মাসে টেলিকম মিনিস্টার জানিয়েছিলেন সরকার 52 লক্ষ মোবাইল কানেকশন কাট করেছে এবং 67,000 সিম কার্ড ডিলারদের ব্লকলিস্ট করা হয়েছে। 2023 সালের মে মাস থেকে সিম কার্ড ডিলারদের বিরুদ্ধে 300 এফআইআর করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন হোয়াটসঅ্যাপ পর্যন্ত নিজে থেকেই জোচ্চুরি বা এই জাতীয় কাজের সঙ্গে জড়িত প্রায় 66,000 অ্যাকাউন্ত ব্লক করে দিয়েছে।

একজন রাখতে পারবেন মাত্র 9টি সিম কার্ড

জানিয়ে রাখি ভারতে একজন ব্যাক্তি নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড (জম্মু-কাশ্মীর, আসাম, অন্যান্য উত্তর-পূর্বের রাজ্যে সর্বোচ্চ 6টি সিম কার্ড) কিনতে ও ব্যাবহার করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here