ভারতে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারেন ইলন মাস্ক, বড়সড় ধাক্কা পেতে পারে আম্বানির Jio!

Highlights

  • ইলন মাস্ক প্রধানমন্ত্রী মোদীর ফ্যান হয়ে গেছেন।
  • তিনি ভারতে বিনিয়োগের কথা বলেছেন।
  • স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সেই দিনটি আর খুব বেশি দূরে নেই যখন ভারতে স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে যাবে। আসলে SpaceX এবং Tesla এর CEO Elon Musk ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে রয়েছেন। যেখানে তিনি Musk এর সঙ্গে দেখা করেছেন। Musk নিজেকে মোদির বড় ফ্যান বলে উল্লেখ করে ভারতে বিনিয়োগের কথা জানিয়েছেন। আরও পড়ুন: মার্কেটে এসে গেছে শক্তিশালী JCB Toughphone, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

শীঘ্রই ভারতে আসতে পারে Starlink

ইলন মাস্ক ভারতে Starlink প্রজেক্ট শুরু করতে চান, তিনি বলেছেন যে ভারতে শীঘ্রই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা শুরু হওয়া উচিত। যদি এমনটা সম্ভব হয় তাহলে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া গ্রামেও ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

Starlink প্রজেক্ট কি?

Starlink হল স্যাটেলাইট ইন্টারনেট কনসালটেশন। যা SpaceX এর CEO ইলন মাস্ক শুরু করেছিলেন। এই কোম্পানি স্যাটেলাইটের সাহায্যে হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করে। বিশেষ বিষয় হল এই নতুন টেকনোলজিতে ইউজাররা লো লেটেন্সিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 16GB RAM এর পাওয়ারসহ ভারতে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির কাছে হাজার হাজার ছোট স্যাটেলাইট ডিভাইস রয়েছে। যেগুলো লো অরবিট অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 540 কিলোমিটার দূরে স্থাপন করা হয়। ডিভাইসটির ওজন প্রায় 250 কিলোগ্রামের আশেপাশে।

কীভাবে চলবে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা?

এই পরিষেবাটি ব্যবহার করার জন্য ইউজারকে Starlink স্যাটেলাইট পরিষেবার একটি ডিশের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে। লগইন করার সাথে সাথে ইউজারদের লোঅরবিটে স্যাটেলাইটের সাথে সংযুক্ত করা হবে। তারপরে স্যাটেলাইট এবং ইউজারদের মধ্যে একটি কানেকশন তৈরি হবে। তারপরে পৃথিবীতে উপস্থিত SpaceX এর স্টেশনে ইন্টারনেট কানেকশন ক্রিয়েট হবে। যার মাধ্যমে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে Kisi Ka Bhai Kisi Ki jaan সহ এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

SpaceX এ উপস্থিত স্যাটেলাইট redio-frequency সিগনাল ব্যবহার করে দ্বিমুখী ডেটা ট্রান্সফারের সুবিধা প্রদান করবে। সহজ ভাষায় বলতে গেলে স্যাটেলাইট থেকে স্যাটেলাইট এবং পৃথিবীতে নির্মিত স্টেশনের সাহায্যে ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে।

ইলন মাস্ক এর আগেও Starlink প্রজেক্টটি ভারতে আনার চেষ্টা করেছেন। কিন্তু টেলিকম বিভাগ তাকে লাইসেন্স নেওয়ার অনুরোধ করেছিল। অন্যদিকে এখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পর Starlink প্রজেক্ট শীঘ্রই ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Vivo Y36 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here