Moto E6s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 20 Mar 2020 10:14:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Motorola এর সস্তা ফোন Moto E6s, এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 6 ইঞ্চির চেয়েও বড় ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/motorola-new-moto-e6s-officially-launched-in-low-budget-specifications-price-sale-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-new-moto-e6s-officially-launched-in-low-budget-specifications-price-sale-in-bengali/#respond Fri, 20 Mar 2020 10:11:52 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10937 আন্তর্জাতিক স্তরে লঞ্চ হল Moto E6s 

The post লঞ্চ হল Motorola এর সস্তা ফোন Moto E6s, এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 6 ইঞ্চির চেয়েও বড় ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি মোটোরোলা গত বছর তাদের ‘মোটো ই’ সিরিজে কয়েকটি অসাধারণ স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে Moto E6, Moto E6 Play এবং Moto E6 Plus ফোনগুলি পেশ করা হয় যা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। এবার লেনোভোর মালিক এই কোম্পানি তাদের ‘মোটো ই’ সিরিজের অন্তর্গত ফোনের সংখ্যা আরও বাড়ানোর উদ্দেশ্যে Moto E6s নামে একটি ফোন মার্কেটে লঞ্চ করেছে। কোম্পানির Moto E6s ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন যেটি এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে একে একে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটেও পেশ করা হবে।

আরও পড়ুন: Samsung ফ‍্যানদের জন্য সুখবর, এখন অফলাইনেও পাওয়া যাবে Galaxy M30

Moto E6s 

মোটোরোলা তাদের নতুন Moto E6s ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। এই ফোনে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস এলসিডি ম‍্যাক্স ভিশন ডিসপ্লে আছে। কোম্পানির এই ফোনটি 282 পিপিআই সাপোর্টেড। Moto E6s ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

গ্লোবাল মার্কেটে Moto E6s ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। ফোটোগ্রাফির জন্য Moto E6s এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে রিয়েলমি লঞ্চ করল সস্তা ফোন Realme 6i

এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto E6s এ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto E6s এ 5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

মোটোরোলা তাদের Moto E6s ফোনটি লঞ্চ করে দিলেও কোম্পানি এখন‌ও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি। তবে ফোনটির স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন হবে এবং আশা করা যায় ফোনটির আন্তর্জাতিক দাম 7,000 টাকারও কম হবে। Moto E6s ফোনটি ভারতে কবে এবং কত টাকা দামে লঞ্চ করা হবে সেবিষয়ে জানার জন্য এখন কোম্পানির আগামী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Motorola এর সস্তা ফোন Moto E6s, এতে আছে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও 6 ইঞ্চির চেয়েও বড় ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-new-moto-e6s-officially-launched-in-low-budget-specifications-price-sale-in-bengali/feed/ 0
Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা https://www.91mobiles.com/bengali/motorola-tv-and-moto-e6s-launched-in-india-sale-goes-on-flipkart-in-bengali/ https://www.91mobiles.com/bengali/motorola-tv-and-moto-e6s-launched-in-india-sale-goes-on-flipkart-in-bengali/#respond Mon, 16 Sep 2019 10:41:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8239 ভারতে লঞ্চ হলো Moto E6s 

The post Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি মোটোরোলা আজ তাদের নতুন স্মার্টফোনে Moto E6s পেশ করেছে। এই স্মার্টফোনের সঙ্গে সঙ্গে কোম্পানি Motorola TV ও পেশ করেছে। টিভির জন্য কোম্পানি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের সঙ্গে পার্টনারশিপ করেছে। 

22 বছর আগে হারিয়ে গেছিল এক ব‍্যাক্তি, খুঁজে দিল Google

Moto E6s ফোনটি ফোনটি বার্লিনে আয়োজিত IFA 2019 ইভেন্টে দেখানো Motorola  E6 Plus ফোনটির ইন্ডিয়ান ভার্সন। কোম্পানি এই ফোনটি 7,999 টাকা দামে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি আগামী 23 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে সেল করা হবে। এই ফোনটি রিচ ক্র‍্যানবেরী এবং পালিশড গ্ৰাফাইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। Moto E6s ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে। এই ফোনটির বেজল‌ও যথেষ্ট পাতলা। Moto E6s এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটোরোলার ব্র‍্যান্ডিঙের মধ্যেই অবস্থিত। 

এই ফোনটি 6.1 ইঞ্চির ম‍্যাক্স ভিশন এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও 19.5:9। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

Moto E6s ফোনটিতে প্রসেসিঙের জন্য অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি22 প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Moto E6s এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Motorola লঞ্চ করল সস্তা Moto E6S স্মার্টফোনে, দাম মাত্র 7,999 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/motorola-tv-and-moto-e6s-launched-in-india-sale-goes-on-flipkart-in-bengali/feed/ 0