22 বছর আগে হারিয়ে গেছিল এক ব‍্যাক্তি, খুঁজে দিল Google

টেকনোলজি অ্যাডভান্স হ‌ওয়ার সুবাদে আজ আর কোনো কাজ‌ই খুব বেশি মুশকিল নয়। তবে এই টেকনোলজি থেমে নেই কিন্তু, প্রতিদিন এই জগতে নতুন নতুন কিছু যোগ হয়েই চলেছে। এবং আমাদের দৈনন্দিন জীবনে এর কার্যকারিতা আমরা প্রায়ই দেখতে পাই। এবার টেকনোলজি এমন কিছু করে দেখিয়েছে যা শুনলে আপনার বিশ্বাস‌ই হবে না।

Xiaomi এর কীর্তি : Redmi Note 7 Pro হয়ে গেছে ভারতের বেস্ট সেলিং স্মার্টফোন

আমেরিকার ফ্লোরিডাতে 22 বছর আগে হারিয়ে যাওয়া এক ব‍্যাক্তিকে গুগল খুঁজে বের করেছে। 7 নভেম্বর, 1997 তে উইলিয়াম মোল্ড নামে এক ব‍্যাক্তি রাত্রিবেলা হারিয়ে গেছিলেন, এরপর তাঁর পরিবারের সদস্যরা পুলিশের কাছে রিপোর্ট করেন। কিন্তু বিগত 22 বছরেও পুলিশ উইলিয়ামের কোনো খোঁজ দিতে পারেনি। যখন উইলিয়াম নিরুদ্দেশ হন তখন তাঁর বয়স ছিল 40 বছর। 

কিন্তু 22 বছর পর সেই হারিয়ে যাওয়া ব‍্যাক্তিকে তাঁর গাড়ির মধ্যে একটি পুকুরের ধারে পাওয়া যায়। যদিও পুলিশ গাড়ি থেকে উইলিয়ামের দেহাবশেষ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে প্রপার্টি সার্ভে করা এক ব‍্যাক্তি একটি এলাকার গুগল আর্থ (Google Earth) ইমেজ দেখছিলেন। গুগল আর্থে ইমেজ সার্চ করার সময় তিনি লক্ষ্য করেন পুকুরের ধারে একটি গাড়ি আছে। 

দাম কমলো Nokia 4.2 এবং Nokia 3.2 এর, প্রতিযোগিতায় পড়বে Realme-Redmi

জানিয়ে রাখি কিছু দিন আগে Tik Tok অ্যাপ ইউজ করার ফলে 3 বছর ধরে নিরুদ্দেশ এক ব‍্যাক্তি তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে আবার মিলিত হন। Tik Tok সম্পর্কিত এই ঘটনা তামিলনাড়ুর। কৃষ্ণনগর এলাকার বাসিন্দা সুরেশ তিন বছর আগে 2016 সালে বাড়ি থেকে পালিয়ে গেছিলেন। তিনি বাড়ি থেকে পালানোর পর তাঁর স্ত্রী এবং পরিবারের অন‍্যান‍্য সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো লাভ হয় না। পুলিশের কাছে রিপোর্ট করার পর‌ও তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এখন এই ঘটনার তিন বছর পর মুকেশের একটি Tik Tok ভিডিওর মাধ্যমে তাঁর স্ত্রী তাকে ধরে ফেলেন। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here