Samsung ফ‍্যানদের জন্য সুখবর, এখন অফলাইনেও পাওয়া যাবে Galaxy M30

গত বছর সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে Samsung Galaxy M30 ফোনটি লঞ্চ করেছিল। কোম্পানির এই ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর মতো অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত দুর্দান্ত ফোনটি মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল। এত দিন পর্যন্ত এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হত। কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy M30 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল যা শুধুমাত্র অনলাইন প্ল‍্যাটফর্মেই সেল করা হয়। কিন্তু এবার কোম্পানি তাদের ফ‍্যানদের খুশি করার জন্য এই অসাধারণ ডিভাইসটি অফলাইন রিটেইল স্টোরে সেল করা শুরু করেছে।

আরও পড়ুন: 26 মার্চ ভারতে লঞ্চ হবে ডুয়েল ক‍্যামেরাওয়ালা Vivo V19, প্রমাদ গুনছে Xiaomi-Realme

এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানি শুধুমাত্র Samsung Galaxy M30 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের সেল অফলাইনে শুরু করেছে। ইতিমধ্যে অফলাইনে এই ফোনটি মাত্র 9,999 টাকা দামে সেল করা হচ্ছে। তবে কোম্পানির ওয়েবসাইটে এই ভেরিয়েন্টটি 9,649 টাকা দামে সেলের জন্য লিস্টেড করা আছে। এক‌ইভাবে Samsung Galaxy M30 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,990 টাকা এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,990 টাকার বিনিময়ে সেল করা হয়।

Samsung Galaxy M30 

কোম্পানি তাদের Samsung Galaxy M30 ফোনটিতে 2220 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স A73 এবং 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কর্টেক্স A53 যুক্ত এক্সিনস 7904 চিপসেটে রান করে।

আরও পড়ুন: তভে কি আসতে চলেছে POCO F2? নতুন টুইট পোকো ইন্ডিয়ার

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M30 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.2 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য Samsung Galaxy M30 তে এফ/2 0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

সিকিউরিটির জন্য Samsung Galaxy M30 তে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here