Reliance Jio কে টক্কর দিতে TATA করতে চলেছে ইন্টারনেটের দুনিয়ায় এন্ট্রি, বাড়তে চলেছে আম্বানি‌র চিন্তা, জানুন পুরো ঘটনা

ইন্ডিয়া এই সময়ে দুনিয়ার সবচেয়ে বড়ো ইন্টারনেট কন্জিউমার দেশ রূপে সামনে আসছে। এখানে প্রত‍্যেক ঘরে ইন্টারনেট ডেটার ডিমান্ড বাড়ছে আরা টেলিকম এবং ইন্টারনেটের দুনিয়াতে Reliance Jio এই সময়ে টপে আছে। ফ্রি সার্ভিস এবং সস্তা পরিষেবা দেওয়ার দমে জিও শক্তিশালী ইউজার বেস তৈরি করে ফেলেছে। কিন্তু এখন ইন্টারনেটের দুনিয়ার এই রাজা Jio এর রাজত্ব বড়ো ঝাটকা পেতে চলেছে। দিগ্গজ ইন্ডিয়ান কোম্পানি TATA Group ও এখন মোবাইল এবং ইন্টারনেট জগতে নিজের কদম বাড়াচ্ছে আর এই খবর মুকেশ আম্বানির জন্য বড়ো টেনশন সৃষ্টি করতে চলেছে।

TATA Group আগেই এনাউন্স করেছে যে তারা দেশে 5G উপকরনের নির্মাণ করছে আর এর জন্য টেলিকম কোম্পানি এয়ারটেল ইন্ডিয়ার সাথে হাত মেলানো হয়েছে। আবার এখন খবর সামনে এসেছে যে টাকা শুধু টেকনিকাল ইকুইপমেন্ট এই থামবে না বরং জলদি দেশে নিজের ইন্টারনেট পরিষেবা আনার প্রস্তুতি করছে। টাকা গ্রুপের পক্ষ থেকে দেশে ব্রডব্যান্ড সার্ভিস শুরু করা যেতে পারে যা Reliance Jio এর JioFiber আর মুকেশ আম্বানির জন্য কড়া প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে চলেছে।

পাওয়া যাবে High Speed Internet

প্রাপ্ত তথ্য অনুযায়ী টাটা গ্রুপের পক্ষ থেকে জলদি ভারতে হাই স্পীড ইন্টারনেট ব্রডব্যান্ড সার্ভিসের শুরু হতে পারে। বলা হচ্ছে যে এই প্রোজেক্টের জন্য টাটা স‍্যাটেলাইট ব্রডব্যান্ড ক্ষেত্রে‌র নামি কোম্পানি telesat এর সাথে কথা বলা শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী TATA Satellite Internet Service কে টাটা গ্রুপের Nelco ltd দ্বারা হ‍্যান্ডেল করা হবে আর আগামী দুই বছর অর্থাৎ 2023 এর শেষ বা 2024 এর শুরুতে এই স‍্যাটেলাইট সার্ভিস পুরোপুরি চালু হয়ে যাবে।

Ambani এর সাথে সাথে Elon Musk এর‌ও।বিপদ

আশা করছি যে এলান মাস্কের নাম আপনি শুনেছেন হয়তো। কিন্তু তাও বলছি যে আমেরিকার Elon Musk বিশ্বের টপ বড়োলোকদের মধ্যে ক্ষেত আর এই বড়ো বিজনেসম‍্যান SpaceX আর Tesla এর সিইও। যদি আপনি ভাবছেন যে ইন্ডিয়াতে এর কি কাজ আর টাটা এবং জিওর মাঝে এ কোথায় ফিট হয়, তাহলে আপনাকে বলে দিই যে Elon Musk ও ইন্ডিয়ান মার্কেটে কদম রেখেছে আর খুব জলদি দেশে নিজের ব্রডব্যান্ড সার্ভিস শুরু করতে চলেছে।

Elon Musk ইন্ডিয়াতে ক্রমশ বৃদ্ধি পাওয়া ইন্টারনেটের চাহিদা দেখে এখানের মার্কেটে বড়ো দান খেলেছে। মাস্ক জলদি ভারতে নিজের Starling সার্ভিস লঞ্চ করতে চলেছে। স্টারলিঙ্ক প্রোজেক্টের অধিকাংশ কাজ পুরো হয়ে গেছে আর 6 মাস পরে অর্থাৎ 2022 এ এটি আম ভারতীয় জনতাদের জন্য উপলব্ধ‌ও হয়ে যাবে। শোনা যাচ্ছে যে Elon Musk এর Starlink সার্ভিসে 150Mbps স্পীড পাওয়া যাবে আর বিগত দিনে ইন্ডিয়াতে এর প্রি-বুকি‌ও শুরু হয়ে গেছে। Tata Group এর Satellite Internet Service লঞ্চ হ‌ওয়ার পরে ইউজাররা বহু ধরনের অসাধারণ আর অর্থনৈতিক প্ল‍্যান দেখতে পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here