বেড়ে গেছে ভারতের সস্তা ইলেকট্রিক গাড়ির দাম, জেনে নিন বিস্তারিত

Highlights

  • 20,000 টাকা বেড়ে গেছে Tata Tiago EV এর দাম।
  • সিঙ্গেল চার্জে Tiago EV তে 315km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়।
  • Tiago EV কেনার জন্য বর্তমানে পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

টাটা মোটর্সের পক্ষ থেকে পেশ করা সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ির দাম এখন আগের চেয়ে কিছুটা বেড়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে India’s most affordable electric car এর দাম বৃদ্ধি করা হয়েছে। Tata Tiago EV এর সবকটি ভেরিয়েন্টের দাম 20,000 টাকা বাড়ানো হয়েছে। এই প্রাইস হাইকের পর এই ইলেকট্রিক গাড়ির প্রাথমিক দাম 8.69 লক্ষ টাকা (এক্স শোরুম) হয়ে গেছে। জানিয়ে রাখি 2022 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় এই গাড়ির দাম 8.49 লক্ষ টাকা (এক্স শোরুম) ছিল। তবে মুল্য বৃদ্ধির পরেও এই গাড়ি ভারতের Most affordable electric car এর স্থানেই রয়ে গেছে। আরও পড়ুন: প্রতিদিন 3GB ডেটাসহ Jio প্ল্যানে পাওয়া যাচ্ছে আনলিমিটেড কলিঙের সুবিধা, জেনে নিন বিস্তারিত

মনে করিয়ে দিই Tata Motors আগেই ঘোষণা করে জানিয়ে দিয়েছিল জানুয়ারি, 2023 থেকে Tiago EV এর দাম চার শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। অবশেষে এই মূল্যবৃদ্ধি করে দেওয়া হয়েছে। নিচে এই গাড়িটির সবকটি ভেরিয়েন্টের নতুন দাম সম্পর্কে জানানো হল।

Tata Tiago EV এর ভারতীয় দাম

অটোকার ইন্ডিয়ার সূত্র অনুযায়ী ইভির বেশ কিছু মডেলে পাঁচ থেকে ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে। বাজারে এই গাড়ির ট্রপিক্যাল মিস্ট এবং টীল ব্লু শেডের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়, গাড়ি কেনার সুবর্ণ সুযোগ

Tata Tiago EV এর স্পেসিফিকেশন

Tata Tiago EV হ্যাচব্যাকে দুটি ব্যাটারি প্যাক রয়েছে। এতে একটি 19.2kWh এবং একটি 24kWh ব্যাটারি প্যাকের অপশন পাওয়া যায়। এর ছোট ব্যাটারি প্যাকে 61hp ও 110Nm ইলেকট্রিক মোটর যোগ করা হয়েছে এবং এর বড় ব্যাটারি প্যাকে 74hp ও 114Nm ইলেকট্রিক মোটর রয়েছে। এতে যথাক্রমে MIDC সার্টিফাইড 250km এবং 315km রেঞ্জ পাওয়া যায়। এছাড়া এই গাড়িতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 50kW ফাস্ট চার্জার ব্যাবহার করে মাত্র 57 মিনিটের মধ্যে এই গাড়ি 10 থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here