টেক্নো আজকে ভারতীয় বাজারে।নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে ‘Camon 17 series’s পেশ করলো। এই সিরিজে দুটি নতুন ফোন লঞ্চ করা হয়েছে যা Tecno Calon 17 আর Tecno Camon 17 Pro নামের হাথে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিয়েছে। অ্যাট্রাক্টিভ লুক আর অসাধারণ স্পেসিফিকেশন্স যুক্ত এই সিরিজে 48MP selfie আর 64MP Rear Camera এর সাথেই 8GB RAM এবং Helio G95 চিপসেট দেওয়া হয়েছে। আবার এও শোনা যাচ্ছে যে CAMON 17 Pro কিনলে কোম্পানির পক্ষ থেকে 1,999 টাকার TECNO Buds1 ফ্রিতে দেওয়া হবে।
Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro প্রাইস এবং সেল
টেক্নো নিজের দুটি মোবাইল ফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Tecno CAMON 17 এর কথা আগে বললে এই স্মার্টফোনটি 6GB RAM + 128GB Storage এর সাথে লঞ্চ হয়েছে এবং এই মডেলের দাম 12,999 টাকা। এইভাবেই Tecno CAMON 17 Pro কে কোম্পানির পক্ষ থেকে 8GB RAM + 128GB Storage এ পেশ করা হয়েছে যার দাম 16,999 টাকা। টেক্নো কেমোন 17 কে Frost Silver, Spruce Green আর Magnet Black কালারে এবং কেমোন 17 প্রো মডেলকে Arctic Down কালারে কেনা যাবে।
ফিচার্স এবং স্পেসিফিকেশন্স
ডিসপ্লে
Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro কে 20.5:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1080 × 2460 পিক্সেল রেজিউলেশনের 6.8 ইঞ্চির ফুলএইচডি+ ডট-ইন আইপিএস ডিসপ্লে সাপোর্ট করে। দুটি ফোনের ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে এবং 397 পিপিআই এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 90.5 শতাংশ।
প্রসেসর
টেক্নো নিজের দুটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করেছে যা হাইওএস 7.6 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য Tecno Calon 17 এ যেখানে 2.0 গীগাহার্টজ ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেক হেলিয়ো জি85 চিপসেট দেওয়া আছে আবার Tecno Camon 17 Pro স্মার্টফোন 2.05 গীগাহার্টজ ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেক হেলিয়ো জী95 চিপসেটে রান করে। গ্রাফিক্সের জন্য কেমোন 17 এ মালী-জী52 আর প্রো মডেলে মালী-জী76 জীপীইউ আছে।
ক্যামেরা
ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বললে দুটি নতুন ফোনকে কোয়াড এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সাপোর্ট করে। এর সাথেই Camon 17 এ 2MP + 2MP + AI লেন্স দেওয়া আছে এবং Camon 17 Pro 8MP সেকেন্ডারি সেন্সরের সাথে 2MP + 2MP এর কোয়াড রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য কেমোন 17 এ যেখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে আবার কোমোন 17 প্রো স্মার্টফোনে 48 মেগাপিক্সেলের এআই সেল্ফি ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারী
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Calon 17 স্মার্টফোনকে 5,000এমএএইচ ব্যাটারী যুক্ত করে বাজারে আনা হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার অন্য দিকে কোম্পানি নিজের বড়ো মডেল Tecno Calon 17 Pro তেও 5,000এমএএইচ এর শক্তিশালী ব্যাটারী দিয়েছে কিন্তু এর সাথেই এই ফোনটিকে 33ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন