এপ্রিল মাসে টেকনো তাদের ‘Camon’ সিরিজ পেশ করেছিল। এই সিরিজের অধীনে স্টাইলিশ লুক ও ডিজাইন সহ Tecno Camon 30 4G, Camon 30 5G এবং Tecno Camon 30 Pro 5G স্মার্টফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের নেক্সট জেনারেশন পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই আপকামিং সিরিজে Tecno Camon 40 Pro 5G ফোনটি প্রকাশ্যে এসেছে।
Tecno Camon 40 Pro 5G এর ডিটেইলস (গীকবেঞ্চ)
- বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে আপকামিং Tecno Camon 40 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে।
- গীকবেঞ্চ সাইটে টেকনো ফোনটি Tecno CM7 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিঙে Camon ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1034 স্কোর পেয়েছে।
- Camon 40 Pro 5G ফোনটি মাল্টিকোর বেঞ্চমার্ক টেস্টে 3257 স্কোর পেয়েছে।
- বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে আপকামিং টেকনো ফোনটি Android 15 OS সহ দেখা গেছে।
- এই ফোনে 2 গীগাহার্টস বেস ফ্রিকোয়েন্সি সহ অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।
- এই প্রসেসরে চারটি কোর 2.0GHz ক্লক স্পীডযুক্ত এবং চারটি কোর 2.5GHz ক্লক স্পীডযুক্ত হবে বলে জানানো হয়েছে।
- মাদারবোর্ড সেকশনে XYZ-Champion কোডনেম লেখা রয়েছে, এটি MediaTek Dimensity 7300 সিপিইউ হতে পারে।
- গীকবেঞ্চ সাইটে Tecno Camon 40 Pro 5G ফোনটি 8GB RAM সহ লিস্টেড হয়েছে।
Tecno Camon 30 5G এর দাম এবং স্পেসিফিকেশন
- দাম: TECNO CAMON 30 5G ফোন দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 26,999 টাকা রয়েছে।
- ডিসপ্লে: TECNO CAMON 30 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এলটিপিএস এমোলেড স্ক্রিনে 2436×1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: TECNO CAMON 30 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G610 GPU যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 12GB RAM এর সঙ্গে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4X RAM এবং UFS 3.1 Storage ফিচার রয়েছে।
- ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 100MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP আই অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 70W Super Flash ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 19 মিনিট ফোনটি চার্জ করলে 0 থেকে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।
Tecno Camon 30 Pro 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
- ডিসপ্লে: TECNO CAMON 30 Pro 5G ফোনে 2436 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- প্রসেসর: TECNO CAMON 30 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি 3.1GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচার সহ 50MP প্রাইমারি Sony IMX890 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল টেম্পারেচার ফ্ল্যাশ লাইট সহ 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 30 Pro 5G ফোনে 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।