Tecno এর পরবর্তী ফোল্ডেবল ফোন হিসাবে লঞ্চ হতে পারে Phantom V Flip, প্রকাশ্যে এল লিস্টিং

Highlights

  • নতুন ফ্লিপ ফোন পেশ করতে পারে টেকনো।
  • ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে দেখা গেছে এই ফোন।
  • এতে 8GB virtual RAM থাকতে পারে।

Tecno Phantom V Fold ফোনটির মাধ্যমে ফোল্ডেবল ফোনের মার্কেটে পা রাখার পর এবার টেকনো নতুন ‘ফ্লিপ’ ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। টেকনো সম্পর্কে একটি লিকের মাধ্যমে এই ত্তথ্য জানা গেছে এবং এই আপকামিং ফোনের নাম Phantom V Flip হবে বলে জানা গেছে। এই ভাঁজ হওয়া ফোনটি ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে দেখা গেছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: বর্তমানে সিনেমাহলে কোন কোন সিনেমা চলছে, জেনে নিন ডিটেইলস

Tecno Phantom V Flip এর ব্লুটুথ এসআইজি

ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশণ সাইটে Tecno Phantom V Flip ফোনটি দেখা গেছে। এখানে ফোনটি AD11 মডেল নাম্বারসহ দেখা গেছে। লিস্টিং থেকে জানা গেছে এতে ব্লুটুথ 5.3 সাপোর্ট করবে। শীঘ্রই এই ফোনটি বাজারে আসতে পারে। এই আপকামিং ফোনটি চলমান বছরের শেষের দিকে বাজারে লঞ্চ করা হতে পারে।

Tecno Phantom V Flip এর লিক স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: বাজারে Phantom V Flip ফোনটি FHD+ রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে বলে শোনা গেছে।
  • প্রসেসর: এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 চিপসেটে রান করবে বলে মনে করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 8GB virtual RAM থাকতে পারে, অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 256জিবি স্টোরেজ যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: লিক অনুযায়ী এই ফোনে 64 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এর সঙ্গে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
  • OS: Tecno Phantom V Flip ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং HiOS 13 সহ কাজ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here