11 এপ্রিল লঞ্চ হবে ফোল্ডেবল Tecno Phantom V Fold, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • 12 এপ্রিল থেকে Amazon এ সেল হবে Tecno Phantom V Fold
  • সীমিত স্টক থাকা পর্যন্ত ফোনটি 77,777 টাকা দামে সেল হবে।
  • এই ফোনটি MediaTek Dimensity 9000+ সাপোর্ট করবে।

TECNO PHANTOM V Fold 5G এর ভারতীয় দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য MWC 2023 এ বিস্তারিত জানানো হয়েছিল। তবে এবার কোম্পানির তরফে অফিসিয়ালি এই ফোনটির ভারত লঞ্চ সহ সেল ডিটেইলস জানানো হয়েছে। প্রেস রিলিজ অনুযায়ী এই ফোল্ডেবল ফোনটি ভারতে 11 এপ্রিল লঞ্চ করা হবে। 12 এপ্রিল থেকে Amazon India তে ফোনটি পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল 16GB RAM এবং 50MP ক্যামেরাযুক্ত Infinix Hot 30 স্মার্টফোন, স্মুথ চলবে হেভি গেম

Tecno Phantom V Fold সেল ডিটেইলস

Tecno কোম্পানি Amazon India তে প্রারম্ভিক ইউজারদের জন্য Phantom V Fold ফোনটি 77,777 টাকা দামে সেল করবে। এই অফারটি শুধুমাত্র সীমিত স্টকের জন্য প্রযোজ্য। ই-কমার্স সাইটে 12 এপ্রিল প্রাথমিক অ্যাক্সেস সেল শুরু হবে। কোম্পানি জানিয়েছে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রতিশ্রুতি অনুসারে কোম্পানি প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Phantom V Fold তৈরি করা শুরু করেছে। কোম্পানি তার নয়ডার প্রোডাকশনে Phantom V Fold নির্মাণ করবে, যা প্রতি বছর 24 মিলিয়ন ফোন তৈরি করতে সক্ষম।

Techno Phantom V Fold 5G ফোনের দাম

এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে সেল হবে। ফোনের দুটি ভেরিয়েন্টের দাম সম্পর্কে ইতিমধ্যেই অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়েছে। এই ডিভাইসটির 12GB + 256GB ভার্সনের দাম হবে 89,999 টাকা এবং 12GB + 512GB ভার্সনের দাম হবে 99,999 টাকা। আরও পড়ুন: JioCinema-তে ফ্রিতে দেখতে পাবেন IPL এর সব ম্যাচ, প্রথম ম্যাচে মুখোমুখি GT বনাম CSK

Techno Phantom V Fold 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি দুটি ডিসপ্লে সহ আসে। ফোনের প্রধান স্ক্রিন 7.65 ইঞ্চি। এটি 2296 x 2000 পিক্সেল রেজলিউশন সহ 2K+ এবং LTPO AMOLED প্যানেল সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে আরেকটি 1080 x 2550 পিক্সেল রেজলিউশন ও AMOLED স্ক্রিন সহ 6.42-ইঞ্চি Full HD + ডিসপ্লে রয়েছে। এই ফোনের উভয় ডিসপ্লে 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই 5G ফোনটি 4nm ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 9000+ Octacore সাপোর্ট করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G710GPU রয়েছে। এই Tecno ফোনটি LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে।

এই ফোনের বাইরের এবং ভিতরের উভয় ডিসপ্লে সেলফি ক্যামেরা সেন্সর সাপোর্ট করে। ফোনটি ফোল্ড করার পরে যে স্ক্রীনটি বাইরে থাকে তাতে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। ফোনটি খোলার পরে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাওয়া যায়। এছাড়াও রেয়ার প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং F/2.2 অ্যাপারচার যুক্ত 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট OPPO A1x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ HiOS ফোল্ড ভার্সনে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here