বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল Tecno এর লো বাজেট স্মার্টফোন POP 6, জেনে নিন দাম

সম্প্রতি লঞ্চ হয়েছে Tecno এর নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন Tecno POP 6 । এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া কোম্পানির Tecno POP 5 স্মার্টফোনটিকে রিপ্লেস করবে। কোম্পানি Tecno Pop 6 স্মার্টফোনটি নাইজেরিয়ায় লঞ্চ হয়েছে। লেটেস্ট Tecno POP 6 স্মার্টফোনটি একটি 6.1-ইঞ্চি HD+ ডিসপ্লে, Android 10 (Go Edition), 1.3Ghz অক্টা-কোর প্রসেসর, 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের টেকনোর লেটেস্ট এন্ট্রি লেভেল স্মার্টফোন Tech POP 6 স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Tecno POP 6 এর স্পেসিফিকেশন এবং ফিচার

Tecno POP 6 স্মার্টফোনটিতে একটি 6.1-ইঞ্চি IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল HD + 720 x 1560 পিক্সেল। এই টেকনো ফোনটিতে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এই ফোনের ফ্রন্টে ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলের কথা বললে, এখানে একটি 5MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে।

Tecno POP 6 smartphone launched

Tecno এর লেটেস্ট POP 6 স্মার্টফোনটি একটি কোয়াড কোর প্রসেসরের সাথে আনা হয়েছে। এই প্রসেসরটি 1.3GHz স্পিডে ক্লক করা হয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে 3 GB RAM এবং 32 GB স্টোরেজ রয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

Tecno POP 6 স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি এবং একটি microUSB পোর্ট রয়েছে। এর সাথে এই ফোনটি Android 11 (Go Edition) এর সাথে আসে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই Tecno স্মার্টফোনটি ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

বেসিক কানেক্টিভিটির জন্য, Tecno POP 6 স্মার্টফোনটিতে ডুয়াল সিম, 4G LTE, Wi-Fi, Bluetooth 4.2, GPS এবং 3.5mm অডিও জ্যাক রয়েছে। এছাড়াও, Tecno Pop 6 স্মার্টফোনের সাইজ 157.8 x 73.84 x 9.7 mm।

Tecno POP 6 এর দাম

Tecno POP 6 স্মার্টফোনটি নাইজেরিয়ায় $ 130 দামে পেশ করা হয়েছে। এই ফোনটি সী ব্লু, স্কাই ব্লু এবং লাইম গ্রিন এই তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। তবে Tecno এর এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি কোন কোন দেশে লঞ্চ করা হবে সেই সম্পর্কে বর্তমানে কিছু জানা যায় নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here