শীঘ্রই লঞ্চ হতে পারে Tecno Pova 6 সিরিজ, এই ওয়েবসাইটে হল লিস্টেড

খুব তাড়াতাড়ি টেকনো তাদের পোভা 6 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজে Tecno Pova 6 এবং Tecno Pova 6 Pro 5G ফোন লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 ইভেন্টে Tecno Pova 6 Pro 5G ফোনটি পেশ করা হবে। সিরিজের Tecno Pova 6 ফোনটিও এই ইভেন্টে পেশ করা হতে পারে। SIRIM সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে। ফলে এই ফোনের লঞ্চ সম্পর্কে কানাঘুষো শুরু হয়ে গেছে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Tecno Pova 6 ফোনের SIRIM লিস্টিং

  • SIRIM লিস্টিঙে Tecno Pova 6 ফোনটি L17 সার্টিফিকেশন কোড সহ দেখা গেছে।
  • সার্টিফিকেশনে এই ফোনটির নাম স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
  • প্ল্যাটফর্মে ফোনটির মডেল নাম্বার এবং নাম ছাড়া আর কোনো তথ্য জানানো হয়নি, তবে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।
  • এই সিরিজে Tecno Pova 6 Neo এবং Pova 6 Pro 5G ফোনও পেশ করা হবে, এই ফোনগুলির মডেল নাম্বার L16 এবং L19 হবে বলে আশা করা হচ্ছে।

Tecno Pova 6 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: TECNO POVA 6 Pro 5G ফোনটি এর আগে গুগল প্লে কনসোল লিস্টিঙে দেখা গেছে। এই লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনে কার্ভ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2436 x1080 পিক্সেল রেজোলিউশন এবং 480PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: Tecno Pova 6 Pro 5G ফোনে অম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করতে পারে বলে জানা গেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি57 জিপিইউ থাকতে পারে।
  • স্টোরেজ: এফসিসি লিস্টিং অনুযায়ী TECNO POVA 6 Pro 5G ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
  • ক্যামেরা: লিস্টিং অনুযায়ী এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে আগের পোভা 5 সিরিজের মতো 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে ক্ত ক্যাপাসিটির ব্যাটারি থাকবে সেই বিষয়ে কিছু জানা যায়নি, তবে এতে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here